Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

হৃদয়ের স্বাস্থ্য জানায় টুইট

জুলাই ১১, ২০১৫, ০৬:১১ এএম


হৃদয়ের স্বাস্থ্য জানায় টুইট

   টুইটারে টুইট করে মানুষ তার মনের কথা জানায়। এই টুইট কেবল মনের গতিবিধিই জানায় না, টুইট জানিয়ে দেয় আপনার হৃদয়ের স্বাস্থ্য অথাৎ হৃদপিন্ডের কুশলও। সম্প্রতি এমনই কথা জানিয়েছেন একদল গবেষক।

এই গবেষণাকারী দল কাজ করেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথে(এনআইএইচ)। গবেষণাটি তিন বছর ধরে পরিচালনার জন্য তারা ৬ লাখ ৬৮ হাজারের ডলারের তহবিল পেয়েছেন। তহবিলটি দিয়ে গবেষণা কাজে সাহায্য করেছে ইউনিভার্সিটি অব পেনসিলভিনিয়া।

গবেষণা দলের প্রধান হিসেবে আছে রেইনা মারচ্যান্ট। তিনি জানান, মানুষ টুইট করার জন্য যেসকল শব্দ চয়ন করেন, তা থেকে ঐ ব্যক্তির হৃদয়ের স্বাস্থ্য পরিমাপ করা যায়। টুইটার ব্যক্তির কার্ডিওভাসকুলার মর্টালিটি এবং কমিউনিটি লেভেল পরিমাপ করতে পারে।

রেইনা জানান, টুইটার ব্যবহারকারী তার দৈনন্দিন সবকিছুই টুইটারের মাধ্যমে শেয়ার করেন। প্রাতঃরাশ থেকে রাতের খাবারের মেন্যুতে কি ছিল কিছুই বাদ যায় না টুইটারে। এমনি করেই ব্যক্তির স্বাস্থ্যের গতিবিধি টুইটের মাধ্যমে পরিমাপ করা সম্ভব।