Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

নতুন উদ্দমে বাজারে ফিরছে নকিয়া

জুলাই ১৫, ২০১৫, ০৮:৪০ পিএম


নতুন উদ্দমে বাজারে ফিরছে নকিয়া

   একসময়ের অপ্রতিদ্বন্দ্বী মোবাইল ফোন ব্র্যান্ড নকিয়া আবারও আসছে বাজার কাঁপাতে। সম্প্রতি এমন গুজব শোনা গিয়েছিল। এবার নকিয়ার পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হল।

তবে আগের মতো আর নকিয়া নিজেই ফোন তৈরি করবে না। এর পরিবর্তে নকিয়ার কাছ থেকে লাইসেন্স নিয়ে অন্য কোন প্রতিষ্ঠান তৈরি করবে নকিয়ার ফোন। তবে লাইসেন্স দেওয়া হবে কোন প্রতিষ্ঠানকে, সে ব্যাপারটি এখনও চূড়ান্ত হয়নি। নকিয়া এখন এমন একটি প্রতিষ্ঠানের খোঁজ করছে, যারা নাম এবুং লাইসেন্স ব্যবহার করে বাজারে নকিয়া ফোন আনবে।

তবে সবকিছু মিলে গেলেও নকিয়া ফোন বাজারে আনতে অপেক্ষা করতে হবে আগামী বছরের চতুর্থ প্রান্তিক পর্যন্ত। কারণ মাইক্রোসফটের অধিগ্রহণ চুক্তির শর্ত অনুসারে আগামী বছরের চতুর্থ প্রান্তিকের আগে 'নকিয়া' ব্র্যান্ড নাম ব্যবহার করে বাজারে কোন ফোন আনতে পারবে না ফিনল্যান্ডের এই প্রতিষ্ঠানটি।

-রয়টার্স