Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

ফেসবুকে একসঙ্গে লগ ইন ১০০ কোটি ইউজার!

আগস্ট ২৯, ২০১৫, ০৮:০০ এএম


ফেসবুকে একসঙ্গে লগ ইন ১০০ কোটি ইউজার!

    গত ২৪ অগাস্ট স্যোশাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকের ইতিহাসে এক উল্লেখযোগ্য দিন। কেন? তার কারণটা জানিয়েছেন ফেসবুকের স্রষ্টা মার্ক জুকারবার্গ নিজেই। সোমবার অর্থাৎ গত ২৪ অগাস্ট ফেসবুকে একসঙ্গে লগ ইন করেছেন ১০০ কোটি ইউজার। একথা জানিয়ে জুকারবার্গ বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে জানিয়েছেন, এই প্রথম একসঙ্গে এতজন মানুষ একইদিনে ফেসবুকে লগ ইন করলেন।একদিনে ফেসবুকে এতজন মানুষ আগে কখনও লগ ইন করেননি জানিয়ে জুকারবার্গ জানান, পৃথিবীতে বসবাসকারী সাতভাগের একভাগ মানুষ একইদিনে ফেসবুক ব্যবহার করছেন। এটা খুব তৃপ্তিদায়ক। মানুষকে ইন্টারনেটের যোগাযোগ করানোর যে উদ্দেশ্য নিয়ে এটা খোলা হয়েছিল, এটা তার অন্যতম বড় পদক্ষেপ।আধুনিক পৃথিবীকে চিনতে, নিজের ভাবনা, কণ্ঠস্বর মানুষ যাতে অন্যের কাছে পৌঁছে দিতে পারেন, সেই লক্ষ্যেই কাজ করে চলেছেন বলেও জানিয়েছেন ফেসবুকের স্রষ্টা।