Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

গোবর বিক্রি হচ্ছে অনলাইনে!

অক্টোবর ১৯, ২০১৫, ০৭:০২ এএম


গোবর বিক্রি হচ্ছে অনলাইনে!

   দিনদিন বেশ জনপ্রিয় হচ্ছে অনলাইন শপিং। জামাকাপর থেকে শুরু করে কাঁচা-বাজার কী নেই অনলাইনে! কিন্তু সবকিছুকে যেন ছাঁপিয়েই গেল ভারতের জনপ্রিয় অনলাইন শপ ই-বে।

এবার পূজাকে সামনে রেখে তাদের সাইটে পাওয়া যাচ্ছে আস্ত গোবর! কাঁচা নয় যদিও, শুকনো। নানান রকমের গোবর বিক্রি হচ্ছে অনলাইনে। গোবর এবং গোবর দিয়ে তৈরি ঘুঁটে।

এগুলোর দামও ধরা হয়েছে বিভিন্ন ক্যাটাগড়িতে। ২২টি ‘সঠিক গুণমানে’র ঘুঁটের দাম ২৭৪ টাকা টাকা ৫০ পয়সা। নির্মাতা সংস্থার দাবি, একটি ঘুঁটের ব্যাস ৯ সেন্টিমিটার, ১ সেন্টিমিটার পুরু। মাপের গন্ডগোল হলে দেয়া হয়েছে বদলের প্রতিশ্রুতিও!

সাবুত নামের আর এক সংস্থা বিক্রি করছে শুকনো গোবর। ৭৫০ গ্রামের দাম ২০০ টাকা। শহরের ছোট্ট ছোট্ট ফ্ল্যাটে গাছ লাগান অনেকেই। সার হিসেবে কাজে লাগবে এই গোবর। আর পুজো–পার্বণে চাহিদা তো আছেই। কাঠ বা কয়লার উনুনে ঘুঁটের চাহিদাও ব্যাপক।