Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

কার্বন নিঃসরণ কমানোর প্রযুক্তি উদ্ভাবনে ১০ কোটি ডলার দেবেন মাস্ক

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

জানুয়ারি ২৪, ২০২১, ০৯:৪৫ এএম


কার্বন নিঃসরণ কমানোর প্রযুক্তি উদ্ভাবনে ১০ কোটি ডলার দেবেন মাস্ক

কার্বন ডাই অক্সাইড নিঃসরণ কমাতে অভিনব প্রযুক্তি উদ্ভাবন করতে আহবান জানিয়েছেন বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলা ও স্পেসএক্স প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। এক টুইট পোস্টে তিনি জানান, কার্বন নিঃসরণ কমাতে সেরা প্রযুক্তির উদ্ভাবনকারীকে ১০০ মিলিয়ন ডলার পুরস্কার দেবেন তিনি। এ বিষয়ে আগামী সপ্তাহে বিস্তারিত জানাবেন বলে দ্বিতীয় টুইটে জানান তিনি।

প্যারিস ভিত্তিক অলাভজনক সংস্থা ‘দ্য ইন্টারন্যাশনাল এনারর্জি এজেন্সি’ জানিয়েছে, কার্বনকে নিয়ন্ত্রণে রাখতে হলে প্রযুক্তির সহায়তা প্রয়োজন। এছাড়া কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব নয়।

[media type="image" fid="107238" layout="normal" caption="1" infograph="0" parallax="0" popup="1"][/media]

নবাগত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও জলবায়ুর পরিবর্তনকে গুরুত্বের সঙ্গে দেখছেন। ক্ষমতায় এসেই তিনি কার্বন নিঃসরণে বিশেষজ্ঞ জেনিফার উইলক্সকে ডিপার্টমেন্ট অব এনার্জিতে নিয়োগ দিয়েছেন। 

উল্লেখ্য, এর আগে কার্বন নিঃসরণ কমাতে হ্যালিওজেন নামের একটি স্টার্টআপ প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছিলেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস।

আমারসংবাদ/এমএ