Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

‌'রাজনৈতিক' গ্রুপে যোগ দেওয়ার পরামর্শ বন্ধ করছে ফেসবুকে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

জানুয়ারি ৩১, ২০২১, ১১:০০ এএম


 ‌'রাজনৈতিক' গ্রুপে যোগ দেওয়ার পরামর্শ বন্ধ করছে ফেসবুকে

ব্যবহারকারীদের "নাগরিক এবং রাজনৈতিক" গ্রুপে যোগ দেওয়ার পরামর্শ দেওয়া বন্ধ করবে ফেসবুক। ব্যবহারকারীদের নিউজ ফিডে রাজনৈতিক পোস্টের সংখ্যা হ্রাস করার চেষ্টা করছে জনপ্রিয় সামাজিক মাধ্যম প্রতিষ্ঠানটি। খবর বিবিসি।

এর আগে সর্বশেষ মার্কিন নির্বাচনকে ঘিরে কয়েক সপ্তাহ রাজনৈতিক কন্টেন্ট বন্ধ রাখে ফেসবুক। এবার এই নীতি বিশ্বজুড়ে স্থায়ী করতে যাচ্ছে তারা।

এমনকি বিনিয়োগকারীদের সাথে এ বিষয়ে ফোনে কথাও বলেছেন মার্ক জুকারবার্গ। ফোনালাপে জুকারবার্গ বলেন, ‌‌‌‌‌‌‌‌‌‌'মানুষ রাজনীতি এবং ক্ষমতা গ্রহণের জন্য লড়াই করতে চায় না'।‌‌

তবে ‌'নাগরিক গোষ্ঠী' বলতে কাদের বোজানো হয়েছে বা কী কী এর অন্তর্ভুক্ত এবং কীভাবে এই পরিবর্তন তৃণমূল প্রচারে প্রভাব ফেলতে পারে তা এখনও স্পষ্ট নয়।

ফেসবুকের একজন মুখপাত্র বলেছেন, এই নীতিটি কীভাবে যুক্তরাজ্যে কাজ করবে তা নিয়ে বিশ্লেষণ চলছে।

ফেসবুকে ভুল বা মিথ্যা তথ্য ছড়ানোর চাপ মাথায় নিয়ে মাসব্যাপী চিন্তার পর প্রতিষ্ঠানটি এ সিদ্ধান্ত গ্রহন করেছে।

আমারসংবাদ/এমএ