Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

টিল্ট ব্রাশের কোড মুক্ত করে দিলো গুগল

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

জানুয়ারি ৩১, ২০২১, ০২:৪৫ পিএম


টিল্ট ব্রাশের কোড মুক্ত করে দিলো গুগল

জনপ্রিয় ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) পেইন্টিং অ্যাপ টিল্ট ব্রাশের কোডের উৎস মুক্ত করে দিয়েছে টেক জায়েন্ট গুগল। আর্থাৎ এখন থেকে এই সফটওয়্যার উৎসকে বা কোডকে ভিত্তি করে যে কেউ এই অ্যাপের সম্পাদনা ও মানোন্নয়নের কাজ করতে পারবে। 

একই সঙ্গে এই অ্যাপের সক্রিয় মানোন্নয়ন কার্যক্রম বন্ধেরও ঘোষণা দিয়েছে গুগল। এটার ডেভেলপিংয়ে আর শ্রম বা অর্থ দেবে না প্রতিষ্ঠানটি। অন্যান্য ওপেন সোর্স অ্যাপ বা সফটওয়্যারগুলোর মতোই কমিউনিটি ডেভেলপাররা এই প্রকল্পকে এগিয়ে নেবেন। খবর বিবিসি।

যেখানে ফেইসবুক ও অ্যাপল অগমেন্টেড রিয়েলিটি (এআর) ও ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) নিয়ে বিভিন্ন প্রকল্পের কার্যক্রম জোরদার করেছে, সেখানে গুগল এটির মনোনয়ন বন্ধ করে এর উৎস ডেভেলপারদের জন্য উন্মুক্ত করে দেয়ার ঘটনা অবাক করেছে প্রযুক্তিপ্রেমীদের। 

[media type="image" fid="108358" layout="normal" caption="1" infograph="0" parallax="0" popup="1"][/media]

টিল্ট ব্রাশ দিয়ে ভিআর আবহে ত্রিমাত্রিক (থ্রিডি) ছবি আঁকা যায়। ২০১৫ সালে অ্যাপটি তৈরি করা ডেভেলপারদের একজন ছিলেন পেট্রিক হ্যাকেট। ২০১৬ সালে নিজেদের অধীনে নিয়ে এই অ্যাপটি উন্মুক্ত করে গুগল। কয়েক সপ্তাহ আগে গুগল ছেড়ে চলে যায় পেট্রিক। এ পরিস্থিতিতেই গুগলের পক্ষ থেকে এমন ঘোষণা এলো।

আমারসংবাদ/এমএ