Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

স্মার্টফোন হারিয়ে গেলে খুঁজে পাবেন যেভাবে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

আগস্ট ২০, ২০২১, ০৯:৩৫ এএম


স্মার্টফোন হারিয়ে গেলে খুঁজে পাবেন যেভাবে

স্মার্টফোনটি হারিয়ে গেছে? অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের চিন্তা নেই, আছে ফাইন্ড মাই ডিভাইস ইকোসিস্টেম। সম্প্রতি এই সিস্টেমে গুগল নতুন একটি ফিচার যুক্ত করতে যাচ্ছে। এর ফলে হারিয়ে যাওয়া ফোন খুঁজে পাওয়া আরও সহজ হবে।

গ্যাজেটস নাউয়ের খবরে বলা হয়েছে, ফাইন্ড মাই ডিভাইস অপশনে নতুন একটি সুবিধা যুক্ত করবে গুগল। এর মাধ্যমে হারিয়ে যাওয়া স্মার্টফোনের কাছাকাছি থাকা অন্য স্মার্টফোন দিয়ে সেই হারানো ডিভাইস ট্র্যাক করা হবে।

এছাড়া যেসব গাড়িতে সবশেষ ‘অ্যান্ড্রয়েড অটো ইনফোটেইনমেন্ট সিস্টেম’ আছে সেসব গাড়িও ট্র্যাক করা যাবে ফিচারটির সাহায্যে।

প্রযুক্তিবিষয়ক সাইট নাইন-টু-ফাইভ গুগল বলছে, ফাইন্ড মাই ডিভাইস অপশনে আরো একটি ফিচার যুক্ত করা হচ্ছে। ফাইন্ড মাই ডিভাইসে এমন একটি ফিচার যুক্ত করা হবে, যার মাধ্যমে ডিভাইসের মালিকানা শেয়ার করা যাবে। এর সাহায্যে ইন্টারনেট কানেকশন ছাড়াই ট্র্যাক করা যাবে হারানো ফোন। গুরুত্বপূর্ণ এসব ফিচার কবে চালু হবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। তবে এসব ফিচার নিয়ে দ্রুতগতিতে কাজ করছে গুগল।

উল্লেখ্য, নতুন ফিচারটি কয়েক মাসের মধ্যেই সবার জন্য উন্মুক্ত হতে পারে বলে জানিয়েছে গুগল।

আমারসংবাদ/এমএস