Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

ইলেকট্রিক বাইক: ৭ রুপিতে চলবে ১০০ কিলোমিটার

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

সেপ্টেম্বর ১৮, ২০২১, ১২:০৫ পিএম


ইলেকট্রিক বাইক: ৭ রুপিতে চলবে ১০০ কিলোমিটার

তেলের ঝামেলা থেকে মুক্তি দিতে ভারতের বাজারে এসেছে নতুন এক বাইক। একবার চার্জ দিলে বাইকটি চলবে ১০০ কিলোমিটার। এর জন্য খরচ হবে মাত্র ৭ রুপি । হ্যাঁ, শুনতে অবাক লাগলেও সত্যি। বাজারে আসতেই বাইকটির চাহিদা তুঙ্গে।

ইলেকট্রিক বাইকটি বাজারে এনেছে হায়দরাবাদের একটি স্টার্টআপ অটোমোবাইল সংস্থা। বাইকটির নাম অটাম ১.০।

চাহিদার প্রথম কারণ যদি সাশ্রয় হয় দ্বিতীয় কারণ তবে দাম। বাইকটির এক্স শোরুম দাম ভারতীয় মুদ্রায় মাত্র ৪৯ হাজার ৯৯৯ রুপি।

অটাম একটি লো স্পিড বাইক হওয়ায় এটি চালানোর জন্য কোনও ড্রাইভিং লাইসেন্স রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই।

এই বাইকের লুক অ্যান্ড ফিল একেবারেই মিনিমালিস্ট। অনেকটা ক্যাফে রেসার গোছের। ৬ কেজি ওজনের ব্যাটারিটি চার্জ দিতে সময় লাগে চার ঘণ্টা আর খরচ হয় এক ইউনিট বিদ্যুৎ অর্থাৎ ৬ থেকে ৭ রুপি।

একবার চার্জ করে দিলে ১০০ কিলোমিটার নিশ্চিন্তে যাওয়া যাবে এই বাইকে। সর্বোচ্চ গতি থাকবে ২৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়। ওজন মাত্র ৩৫ কেজি। সূত্র: নিউজ১৮

আমারসংবাদ/আরএইচ