Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, ছবি পাঠানো যাবে স্টিকারে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

সেপ্টেম্বর ২০, ২০২১, ০২:০০ পিএম


হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, ছবি পাঠানো যাবে স্টিকারে

প্রতিনিয়ত নিত্যনতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে বিশ্বব্যাপী জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ । এবার জানা গেল, আরও একটি নতুন ফিচারের কথা। আপাতত পরীক্ষা-নিরীক্ষার স্তরে থাকলেও দ্রুত তা নিয়ে আসা হবে ইউজারদের জন্য।

এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, নিজের ছবিকেই স্টিকার হিসাবে পাঠাতে পারবেন ব্যবহারকারীরা। এমনই এক ফিচার নিয়ে কাজ করছে ফেসবুক মালিকানাধীন এ প্রতিষ্ঠানটি। যখনই কোনো ছবি কাউকে পাঠাতে যাবেন ইউজাররা, তখনই ক্যাপশন বারের পাশে একটি আইকন দৃশ্যমান হবে। সেই আইকনটিকে সিলেক্ট করে দিলেই ছবিটি পরিণত হবে স্টিকারে। 
নতুন এই ফিচার খুবই আকর্ষণীয় হবে বলে মনে করা হচ্ছে। 

কোনো থার্ড পার্টি অ্যাপের সাহায্যে নিজের ছবিকে স্টিকার না বানিয়ে হোয়াটসঅ্যাপে সরাসরি তা করার সুযোগ পাবেন ইউজাররা। এখনো পর্যন্ত অবশ্য এই ফিচার পরীক্ষা-নিরীক্ষার স্তরেই রয়েছে। তবে হোয়াটসঅ্যাপের দাবি, অ্যানড্রয়েড ও আইওএস, দুই ধরনের ইউজারদের জন্য শিগগিরই ফিচারটি নিয়ে আসা হবে।

আমারসংবাদ/আরএইচ