Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪,

উজ্জ্বল ভিডিও’র ফিচার আনছে গুগল মিট

সেপ্টেম্বর ২৩, ২০২১, ০৩:৪৫ পিএম


উজ্জ্বল ভিডিও’র ফিচার আনছে গুগল মিট

গুগলের ভিডিও কলিং সেবা ‘মিট’-এ যাতে সবাইকে ঠিকমতো দেখা যায়, সে ব্যবস্থা করবে প্রতিষ্ঠানটি। জানা গেছে, নতুন এক ফিচার আসছে সেবাটির ওয়েব সংস্করণ অ্যাপে। ওই ফিচারের মাধ্যমে প্রয়োজনে ওয়েবক্যামের উজ্জ্বলতা ব্রাউজারে নিজে থেকেই বাড়িয়ে দিতে পারবে মিট।

নতুন এ ফিচারের ফলে ব্যবহারকারীর ভিডিও ফিডে উজ্জ্বলতা কম থাকলে, মিটিং চলাকালে স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যাবে উজ্জ্বলতা। এনগ্যাজেটের প্রতিবেদন বলছে, ওয়েবক্যামের কারণে অপরিষ্কার ভিডিও এলে, সেটিও “পরিষ্কার করে দেবে” মিট। গুগল মিটের আইওএস ও অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপে গত বছরই এসেছে ‘লো-লাইট মোড’। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আলোর মাত্রা পরীক্ষা করে এবং উজ্জ্বলতা ঠিক করে দেয় মোডটি। এই ফিচারের জন্য অবশ্য কোনো ‘অ্যাডমিন কন্ট্রোল’ নেই। তবে, ব্যবহারকারীরা চাইলে যাতে এটি বন্ধ রাখতে পারেন, সে ব্যবস্থা রয়েছে।

আমারসংবাদ/আরএইচ