Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

ইলেকট্রিক গাড়ি চার্জ হবে মাত্র ১৫ মিনিটে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

অক্টোবর ৫, ২০২১, ০২:৫৫ পিএম


ইলেকট্রিক গাড়ি চার্জ হবে মাত্র ১৫ মিনিটে

ইলেকট্রিক গাড়ির জন্য বিশ্বের সবচেয়ে দ্রুত গতির চার্জার উদ্বোধন করেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান এবিবি। জানা গেছে, টেরা ৩৬০ মডিউলার চার্জারটি একসঙ্গে চারটি বৈদ্যুতিক গাড়ি চার্জ করতে পারবে। আর যে কোনো ইলেকট্রিক গাড়ি শতভাগ চার্জ হয়ে যাবে মাত্র ১৫ মিনিটের মধ্যে।

এবিবি বলছে, টেসলা, হুন্দাই ও অন্যান্য কোম্পানির তৈরি ইলেকট্রিক গাড়ির চাহিদা বেড়ে যাওয়ায় তারা এই চার্জার বাজারে এনেছে। 

তাদের দাবি, চার্জারটি দিয়ে ৩ মিনিটেরও কম সময়ের মধ্যে দেওয়া চার্জ দিয়ে একটি গাড়ি ১০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত যেতে সক্ষম। চার্জারটি ২০২১-এর শেষ নাগাদ ইউরোপে এবং ২০২২ সালে যুক্তরাষ্ট্র, ল্যাটিন আমেরিকা এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলে পাওয়া যাবে। এদিকে ২০১০ সালে এবিবি ই-মোবিলিটি ব্যবসায় প্রবেশের পর থেকে এ পর্যন্ত বিশ্বের ৮৮টিরও বেশি দেশে ৪ লাখ ৬০ হাজারেরও বেশি বৈদ্যুতিক চার্জার বিক্রি করেছে। 
পূর্বপরিকল্পনা অনুযায়ী, বিদ্যুৎচালিত গাড়ির চার্জারের ব্যবসাকে আলাদা করে ফেলারও পরিকল্পনা করছে এবিবি। এতে কোম্পানির বাজারমূল্য দাঁড়াবে প্রায় ৩ বিলিয়ন ডলারে।

আমারসংবাদ/আরএইচ