Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

২০২১ সালের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট টিকটক!

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ২৩, ২০২১, ১১:১৫ এএম


২০২১ সালের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট টিকটক!

গুগলকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইটের খাতায় নাম লিখিয়েছে টিকটক।

২০২১ সালের ইন্টারনেট ট্রাফিক র‌্যাংকিং পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে ওয়েব সিকিউরিটি এবং পারফরম্যান্স কোম্পানি ক্লাউডফ্লেয়ার।

বিজ্ঞানবিষয়ক ওয়েবসাইট গিজমোডো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গুগল, ফেসবুক, মাইক্রোসফটের মতো শক্তিশালী মাধ্যমগুলোর পর গতবার ৭ নম্বর অবস্থানে ছিল টিকটক । তবে এ বছর বাকি সবগুলো সাইট জনপ্রিয়তার দিক থেকে গতবছরের মতো একই অবস্থানে রয়েছে। শুধু এক ধাপ করে পিছিয়েছে অ্যামাজন আর নেটফ্লিক্স।

ক্লাউডফেয়ার জানায়, গত মার্চ এবং মে মাসেও বেশ কিছুদিনের জন্য তালিকার শীর্ষে ছিল টিকটক। কিন্তু ১০ আগস্টের পর থেকে বেশিরভাগ দিনই শীর্ষে ছিল এই ওয়েবসাইট। এর মাঝে কয়েকদিন গুগল ১ নম্বরে থাকলেও অক্টোবর ও নভেম্বর জুড়ে প্রথমে ছিল টিকটক। বিশেষ করে থ্যাঙ্কসগিভিং (২৫ নভেম্বর) এবং ব্ল্যাক ফ্রাইডে (২৬ নভেম্বর) তে টিকটক ছিল শীর্ষে।

আমারসংবাদ/জেআই