Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

‘হয় আওয়ামী লীগ করতে হবে, নয়তো বিএনপি অথবা জামাত’

আমার সংবাদ ডেস্ক

মার্চ ৬, ২০২১, ১১:৪৫ এএম


‘হয় আওয়ামী লীগ করতে হবে, নয়তো বিএনপি অথবা জামাত’

এ এক দুর্ভাগা দেশ! এখানে হয় আপনাকে আওয়ামী লীগ করতে হবে, নয়তো বিএনপি অথবা জামাত। বিবেকবান, দল নিরপেক্ষ মানুষের এখানে কোন স্থান নেই। তিনি যতো ভালো কথাই বলুন বা ন্যায়ের পক্ষে দাঁড়ান না কেনো, কেউ না কেউ তাঁর পিছু নেবেই। অপমানে, অসম্মানে তাঁকে জর্জরিত করতেই হবে। জ্ঞান, বিজ্ঞান, বিদ্যা, বুদ্ধি বা বিবেকের এখানে কোন মূল্য নেই। কোন না কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকলেই একজন ১৬ আনা মুক্ত, নিদেনপক্ষে ৮ আনাতো বটেই। আর এ কারনেই ভালো মানুষেরা নিজেদের ক্রমাগত গুটিয়ে নিচ্ছেন, যদিও এটি যথার্থ সিদ্ধান্ত নয়; কিন্তু কোনরকমে নিজের মান-সন্মানটুকুর শেষ রক্ষা করবার একটা সুযোগ তাতে থাকে। আর এভাবেই দীর্ঘ মেয়াদে দেশ ও দেশের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

[embed]<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fzillur%2Fposts%2F10158032418751623&width=500&show_text=true&height=323&appId" width="500" height="323" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe>[/embed]

(ফেসবুক থেকে সংগৃহীত)

লেখক: জিল্লুর রহমান, সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) নির্বাহী পরিচালক ও টিভি উপস্থাপক

আমারসংবাদ/জেআই