Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

করোনাক্রান্ত তসলিমা নাসরিন

আমার সংবাদ ডেস্ক

মে ৯, ২০২১, ০৪:৩০ পিএম


করোনাক্রান্ত তসলিমা নাসরিন

ভারতে বসবাস করা বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

রোববার (৯ মে) এক টুইটে তসলিমা নিজেই তার কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার খবর জানান।

তবে তাঁর করোনার নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসায় বিস্ময় প্রকাশ করেছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটে তসলিমা লেখেন, ‘‘আমি এক বছরের বেশি সময় ধরে আমার বাড়ির বাইরে যাইনি। কাউকে আমার বাড়িতে ঢুকতেও দেইনি। বাড়িতে একটি বিড়ালের সঙ্গে আমি একা থেকেছি এবং তারপরও আমি কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছি। যদি জানতে পারতাম কীভাবে আমি আক্রান্ত হলাম।”

তবে কবে তিনি পরীক্ষা করিয়েছেন বা তার শরীরিক অবস্থা এখন কেমন সে বিষয়ে তিনি টুইটে কিছু জানাননি।

উল্লেখ্য, তসলিমা নাসরিনের কিছু লেখা ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে অভিযোগ তুলে তার বিরুদ্ধে বাংলাদেশে আন্দোলন শুরু হওয়ায় ১৯৯৪ সালে তিনি দেশ ত্যাগে বাধ্য হন। বর্তমানে সুইডেনের পাসপোর্টধারী হিসেবে ভারতের দিল্লিতে বসবাস করছেন তিনি।

আমারসংবাদ/এআই