Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

‘ডিএনএ’ ল্যাবের মেশিন অকেজো

প্রিন্ট সংস্করণ॥আব্দুল লতিফ রানা

মার্চ ১৫, ২০১৯, ০১:০৮ এএম


‘ডিএনএ’ ল্যাবের মেশিন অকেজো

ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরির মেশিন অকেজো হয়ে পড়ে আছে। অপরদিকে কর্মকর্তা-কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে নেয়া ও বেতন-ভাতার দাবিতে কর্মবিরতিসহ মেশিন নষ্টের কারণে অসংখ্য মামলার জট পড়ে রয়েছে। সূত্র জানায়, এই প্রতিষ্ঠানের ডিএনএ ল্যাবের মেশিন গত প্রায় এক মাস ধরে অকেজো অবস্থায় পড়ে আছে। আর এটা ঠিক হতেও প্রায় তিন সপ্তাহ সময় লাগবে। গত ২০১৮ সালের কেসগুলো এখনো সমাধান করা হয়নি। এখন পর্যন্ত ২০০ থেকে ২১৫টি মামলার জটলা রয়েছে। আর এজন্যই এসব মামলার তদন্তকারী কর্মকর্তাগণ প্রতিনিয়ত ধরনা দিচ্ছেন ঢাকা মেডিকেল কলেজের ন্যাশনাল ডিএনএ ল্যাবে। সূত্রটি আরও জানায়, এই প্রতিষ্ঠানের প্রজেক্ট ডাইরেক্টর (পিডি) ২০০৬ সাল থেকে দায়িত্ব পালন করছেন। আর তার ভাই পরিচয়দানকারীর মাধ্যমে চুক্তিভিত্তিক কর্মকর্তা-কর্মচারী নিয়োগের নামে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন। আর এজন্যই কর্মকর্তা-কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করা হচ্ছে বলে অনেকেই অভিযোগ করেছেন। নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রকল্পের (৩য় পর্যায়) আওতাধীন ন্যাশনাল ফরেনসিক প্রোফাইলিং ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি (এনএফডিপিএল) ও বিভাগীয় ডিএনএ স্কিনিং ল্যাবরেটরিতে (কালেকশন সেন্টার) কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা এসব অভিযোগ করেছেন। জানা গেছে, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের বিচারব্যবস্থা ও জাতীয় দুর্যোগ মোকাবিলায় যুগান্তকারী ভূমিকা পালন করছে আন্তর্জাতিক মানসম্পন্ন ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি ও বিভাগীয় ডিএনএ স্কিনিং ল্যাবরেটরি সমূহ। ডিএনএ পরীক্ষার মাধ্যমে ধর্ষক, পিতৃত্ব, মাতৃত্ব, পারিবারিক সম্পর্ক, অভিবাসন প্রার্থীর পারিবারিক সম্পর্ক, দুর্যোগ ও দুর্ঘটনায় নিহত বা অজ্ঞাতনামা ব্যক্তি সনাক্তকরণে অগ্রণী ভূমিকা রেখেছে। এর মধ্যে সাবেক বিডিআর বিদ্রোহ, তাজরীন ফ্যাশন ট্র্যাজেডি, রানা প্লাজার ট্র্যাজেডিতে নিহতদের সনাক্তকরণ করা হয়েছে। আবার টিস্যু ট্রান্সপ্ল্যান্ট যেমন কিডনিদাতা ও গ্রহীতার মধ্যে সম্পর্ক সনাক্ত করা হচ্ছে। আর এসব পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে দীর্ঘ ১৩ বছরের বেশি সময় ধরে অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তা-কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের দ্বারা মহিলা ও শিশু মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন ‘নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরার প্রোগ্রাম’-এর মাধ্যমে সুনাম অর্জন করেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরির কার্যক্রম শুরুর পর ২০১৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ৪ হাজার ৮৮৬টি মামলার বিপরীতে প্রায় ১৪ হাজার ৭১৪টি নমুনার ডিএনএ প্রোফাইলিং করা হয়। আর দেশের বিচারব্যবস্থা ও জাতীয় বিপর্যয় মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। শুধু তাই নয়, এই ল্যাবরেটরির মাধ্যমে ডিএনএ পরীক্ষার ফি হিসেবে প্রায় ৩ কোটি ৬৫ লাখ টাকা আদায় করা হয়েছে। যা সরকারের রাজস্ব আয় বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। ন্যাশনাল ফরেনসিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরির ল্যাবসমূহ সরকারি বিধি-বিধান মেনে বিভিন্ন মেয়াদে উন্নয়ন প্রকল্পে নিয়োগ প্রদান করা হয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্বের ডিপিপিতে ধারাবাহিকভাবে জনবল রাজস্ব খাতে স্থানান্তরের কথা রয়েছে। এজন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ডিএনএন ল্যাব ব্যবস্থাপনা অধিদপ্তর গঠন ও জনবল রাজস্ব খাতে স্থানান্তরের জন্য ৯২টি পদ সৃজন করে। এছাড়া ডিএনএ আইন-২০১৪ এ প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ‘ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তর’ গঠন ও একটি জাতীয় ডিএনএ ডাটাবেজ প্রতিষ্ঠা ‘যথোপযুক্ত যোগ্যতাসম্পন্ন ও প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের দ্বারা তার কার্যক্রম পরিচালনার লক্ষ্যে জাতীয় সংসদের ডিঅক্সিরাইবো নিউক্লিক এসিড (ডিএনএ) আইন-২০১৪’ নামে একটি আইন পাস করা হয়। প্রকল্পের ২য় ও তয় পর্ব চলাকালীন বিভিন্ন সময়ে কর্তৃপক্ষের কাছে একাধিকবার রাজস্ব খাতে স্থানান্তরের জন্য আবেদন করা হয়। একাধিকবার কর্মবিরতি করা হলেও এখনো কোনো ধরনের পদক্ষেপ নেয়া হয়নি বলে কর্মচারীরা জানিয়েছেন। ফলে ৪৭ জন কর্মচারী-কর্মকর্তা উচ্চ আদালতের দ্বারস্থ হন। উচ্চ আদালতে রিটকারী কর্মকর্তা-কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তরের জন্য এক আদেশ প্রদান করা হয়েছে বলে জানা গেছে। সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ‘এফবিআই’ ২০১৩ সালে রানা প্লাজা দুর্ঘটনার পরে এনএফডিপিএলকে ডিএনএ ডাটাবেজ সফটওয়ার (সিওডিআইএস) কারিগরি সহায়তা হিসেবে প্রদান করে। যা ডিএনএ ডাটাবেজ তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। শুধু তাই নয়, এনএফডিপিএল সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান (এএফএসএন) এবং জার্মানিভিত্তিক প্রতিষ্ঠান (ওয়াইএইচআরডি) এর সদস্য পদ লাভ করেছে এই প্রতিষ্ঠান। এ ব্যাপারে প্রজেক্ট ডাইরেক্টর (পিডি) ড. আবুল হোসেনের সেল ফোনে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।