Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

প্রধানমন্ত্রীর বন্ধনা করে মূসক অব্যাহতি চায় ‘পাঠাও’

প্রিন্ট সংস্করণ॥বিশেষ প্রতিবেদক

মার্চ ২৩, ২০১৯, ০৬:১৬ পিএম


প্রধানমন্ত্রীর বন্ধনা করে মূসক অব্যাহতি চায় ‘পাঠাও’

প্রধানমন্ত্রী ও তার ছেলের প্রশংসা করে মূসক অব্যাহতি চাইল পাঠাও। পাঠাওকে তখ্যপ্রযুক্তি খাতে অন্তর্ভুক্ত করে এই খাতের মূসক অব্যাহতি এবং রাইডারদের টিআইএন না থাকলে অতিরিক্ত ৫০ শতাংশ মূসক নেয়া বাতিলের দাবি করা হয়েছে। এই সংক্রান্ত একটি চিঠি অর্থ মন্ত্রণালয়ে দিয়েছে পাঠাও। যাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও কয়েক মাস আগে দায়িত্ব নেয়া অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের ভুয়সী প্রশংসা করা হয়েছে।চিঠিতে তিনটি বিষয়ের ওপর জোর দেয়া হয়েছে। বিষয় তিনটি হচ্ছে- তথ্যপ্রযুক্তি নির্ভর সেবা হিসেবে রাইড শেয়ারিং ব্যবসাকে ‘তথ্য প্রযুক্তি নির্ভর সেবা’ (সেবার কোড ৳০৯৯,১০) এ অন্তর্ভুক্ত করে মূসক থেকে অব্যাহতিকরণ। তথ্যপ্রযুক্তি নির্ভর সেবা হিসেবে রাইড শেয়ারিং ব্যবসাকে (রাইড শেয়ারিং এবং তথ্যপ্রযুক্তি নির্ভর সেবা সরবরাহ) এ অন্তর্ভুক্তির মাধ্যমে অন্তত ২০১৪ সাল পর্যন্ত মূসক থেকে অব্যাহতি। এবং রাইড শেয়ারিং ব্যবসা থেকে রাইডারদের মোট আয়ের ৩ শতাংশ থেকে ৪ শতাংশ হারে উৎসে কর কর্তন এবং একই সাথে টিআইএন করা না থাকলে এই হার ৫০৯ শতাংশ অতিরিক্ত আরোপ এর বিধান, যা কিনা প্রচলিত আয়কর আইনের সাথে সাংঘর্ষিক ও অযৌক্তিক তা বাতিল করা।রাইড শেয়ারিং এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। নাগরিক জীবনে একটু স্বাচ্ছন্দ্যে চলাচলের নতুন উপায় হলো এই রাইড শেয়ারিং। অনেকেই এখন বাড়তি আয়ের জন্য নিজের গাড়ি কিংবা মোটরসাইকেল উবার-পাঠাওয়ে দিচ্ছেন। উবার-পাঠাওয়ের মতো রাইড শেয়ারিংয়ের আয় অবশ্যই আয়কর ফাইলে দেখাতে হবে। এটা বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কেউ যদি রাইড শেয়ারিংয়ে গাড়ি দেন, তাহলে তাকে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) থাকতে হবে। আবার বছর শেষে রিটার্ন দেয়াও তার জন্য বাধ্যতামূলক। চলতি ২০১৮-১৯ অর্থবছর থেকে এই নিয়ম করা হয়েছে। এর মানে হলো, এ বছর যে আয়কর রিটার্ন জমা দেয়া হবে, সেখানে উবার-পাঠাও কিংবা এমন রাইড শেয়ারিংয়ে গাড়ি দিয়ে যে আয় হবে, সেই আয়ের হিসাব আয়কর রিটার্ন বা বিবরণীতে দিতে হবে। বর্তমানে দেশে উবার-পাঠাও ছাড়াও রাইড শেয়ারিংয়ের জন্য ও ভাই, ও বোন, সহজসহ ১০টির মতো এই শেয়ারিং প্রতিষ্ঠান আছে।১৭ ধরনের আয় বা কার্যক্রমে সম্পৃক্ত থাকলে রিটার্ন জমা দেয়া বাধ্যতামূলক। চলতি অর্থবছরে রাইড শেয়ারিংয়ে গাড়ি প্রদানকারীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ উবার-পাঠাওয়ের মতো সেবায় গাড়ি দিলে রিটার্ন দেয়ার পাশাপাশি আয়ও দেখাতে হবে।