Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪,

বহুরূপী এক প্রতারক

প্রিন্ট সংস্করণ॥হাসান-উজ-জামান

মার্চ ২৮, ২০১৯, ০৫:৪৭ এএম


বহুরূপী এক প্রতারক

তিনি কখনো পুলিশ কর্মকর্তা, কখনো রিক্রুটিং এজেন্সির মালিক। আবার কখনো বড় ব্যবসায়ী। আর এভাবে ভিন্ন ভিন্ন পরিচয়েই তিনি সাধারণ মানুষের সাথে প্রতারণা করে চলেছেন। বহুরূপী এ প্রতারকের নাম মো. জসিম। দুর্ধর্ষ এ প্রতারক বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে কিছুদিন গা ঢাকা দেন। আবার কিছুদিন পর ফিরে আসেন প্রকাশ্যে। তার অর্থ হাতিয়ে নেয়ার বড় উৎস হচ্ছে ভেজাল এবং রাজস্ব ফাঁকি দেয়া বিভিন্ন কারখানা। এসব কারখানার অবৈধ ব্যবসায়ীদের ফাঁদে ফেলেন তিনি। এরপর ভ্রাম্যমাণ আদালত কিংবা পুলিশের অভিযান ঠেকানোর কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন। এ জন্য তিনি সিআইডিসহ বিভিন্ন পুলিশ কর্মকর্তার নামে ওইসব প্রতিষ্ঠান থেকে টাকা তোলেন। তার নামে বিভিন্ন থানায় রয়েছে এ সংক্রান্ত একাধিক অভিযোগ। মতিঝিল থানার ২০৯৩ নম্বর জিডির (তারিখ ২৭ নভেম্বর ১৬) সূত্র মতে, কিশোরগঞ্জের কুলিয়ারচরের রিপন আহম্মেদ রনির কাছ থেকে আড়াই লাখ টাকা নেন উল্লিখিত জসিম। মতিঝিল থানার জননী ট্রাভেলস অ্যান্ড ট্যুরস কার্যালয়ে বসে তিনি টাকা নেন। রনির ভাই সুমনকে মালয়েশিয়া পাঠানোর কথা বলে জসিম টাকা নিলেও পরে বিদেশে পাঠাতে সময় ক্ষেপণ করে টালবাহানা শুরু করেন। ভোগান্তির একপর্যায়ে রনি তার দেয়া টাকা ফেরত চান। এতে ক্ষিপ্ত হয়ে জসিম রনিকে বিভিন্ন হুমকি দেন। গতকাল এ প্রতিবেদককে রনি জানান, তিনি অনেক কষ্ট করে ভাইকে বিদেশে পাঠানোর জন্য টাকা সংগ্রহ করেছিলেন। ওই টাকা তুলে দেন প্রতারক জসিমের হাতে। কিন্তু ভাইকে বিদেশে পাঠানো তো দূরের কথা, এখন টাকাও ফেরত পাচ্ছি না। উল্টো জসিমের হুমকিতে তিনি দিশেহারা। জসিমের হুমকিগুলো হলো- ‘বেশি বাড়াবাড়ি করবি না, আমি র্যাব-পুলিশ নিয়ে খেলি। বেশি বাড়াবাড়ি করলে মিথ্যা মামলায় জড়ানো হবে। এর পর রিমান্ডে নিয়ে হাড্ডি গুঁড়ো করে দেবো’। রনি আরো বলেন, মতিঝিল থানায় জিডি করার পর যে কর্মকর্তা তদন্তের দায়িত্ব পান কয়েকদিন পরই তিনি বদলি হয়ে যান। এরপর আর কোনো অগ্রগতি নেই। এদিকে যাত্রাবাড়ীর বিবির বাগিচার বাসিন্দা নাসিমা বলেন, তার ছেলের নামে ইয়াবা মামলার ভয় দেখিয়ে থানার লোক পরিচয় দিয়ে জসিম নামধারী ওই প্রতারক ৪০ হাজার টাকা নেন। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, পুরো বিষয়টি ভুয়া। এসব ব্যাপারে জানতে চাইলে জসিম আমার সংবাদকে বলেন, ‘আমার নামে যত মামলা হোক সমস্যার কী আছে? আদালতে মোকাবিলা করব।’