Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

হঠাৎ অস্থির পাবলিক বিশ্ববিদ্যালয়

প্রিন্ট সংস্করণ॥রাসেল মাহমুদ

এপ্রিল ৮, ২০১৯, ০৬:২১ পিএম


হঠাৎ অস্থির পাবলিক বিশ্ববিদ্যালয়

দেশের শিক্ষা খাতকে সুসংহত এবং মজবুত করতে নানামুখী পদক্ষেপ নিয়েছে সরকার। আর দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা নিয়ে বরাবরই আশাবাদী দেশের জনগণ। কিন্তু চলতি বছরের শুরু থেকেই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে থেমে থেমে কিছুটা অস্থিরতা চলছিলো। তবে হঠাৎ করেই বেড়ে গেছে সেই অস্থিরতা। ফলে উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা নিয়ে ভাবতে শুরু করেছেন সংশ্লিষ্টরা।জানা যায়, শিক্ষক কর্তৃক ছাত্রীকে যৌন হয়রানি, ছাত্রদের রাজাকার বলা, ভিসির পদত্যাগ দাবি, ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দল, পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষসহ বেশ কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে চলতি সপ্তাহে অন্তত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পুলিশ ছাত্রলীগ সংঘর্ষ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আক্কাস আলী কর্তৃক দুই ছাত্রীকে যৌন নিপীড়ন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ, আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল খেলা নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কর্তৃক ইসলামী বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের প্রাণনাশের হুমকির ঘটনা অন্যতম।এছাড়া হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি নিয়ে সংঘর্ষ, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মহানবী হযরত মুহাম্মাদকে (সা.) কটূক্তি করা নিয়ে সংঘর্ষের ঘটনাও অস্থির করে তুলেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। পাশাপাশি মদপানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রের মৃত্যুর ঘটনাও বেশ আলোড়ন তুলেছে শিক্ষার্থীদের মধ্যে।উপাচার্যের পদত্যাগ দাবিতে অস্থির বরিশাল বিশ্ববিদ্যালয় : গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. ইমামুল হক শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলেছেন দাবি করে তার পদত্যাগ চেয়ে আসছে শিক্ষার্থীরা। ওই দিনের পর থেকে কার্যত অচল হয়ে পড়েছে ক্যাম্পাস। উপাচার্য পদত্যাগ না করলে শিক্ষার্থীরা ক্লাসে ফিরবেন না বলে জানায়। তবে গত শনিবার প্রশাসন, পুলিশ ও ছাত্রদের এ বৈঠকে উপাচার্যের বাধ্যতামূলক ছুটির শর্তে ক্লাসে ফেরার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনের এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাচ্ছে। সর্বশেষ আন্দোলনের ১৪তম দিন গতকাল সোমবার উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।শিক্ষকের যৌন হয়রানির ঘটনায় উত্তাল বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় : গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. আক্কাস আলী কর্তৃক দুই ছাত্রী যৌন হয়রানির শিকারের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ক্যাম্পাস। শিক্ষার্থীদের দাবির মুখে গত রোববার বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযুক্ত শিক্ষককে সাময়িক অব্যাহতি দেয়। কিন্তু শিক্ষার্থীরা ওই শিক্ষকের স্থায়ী বহিষ্কার ও বিচারসহ পাঁচ দফা দাবি জানিয়েছে। পাশাপাশি পুড়িয়েছে তার কুশপুতুল। সর্বশেষ গতকাল সোমবার শিক্ষক আক্কাস আলীর বিচারের দাবিতে আমরণ অনশন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।অনশনকারী শিক্ষার্থীরা জানান, এর আগেও বিশ্ববিদ্যালয়ে এ ধরনের অনেক ঘটনা ঘটেছে। কিন্তু কোনো ঘটনারই যথোপযুক্ত বিচার হয়নি, তদন্ত কমিটি গঠনের নামে কেবল কালক্ষেপণ করা হয়েছে। তারা বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি চান না তারা। এজন্য আক্কাস আলীকে স্থায়ীভাবে বহিষ্কার না করা পর্যন্ত অনশন ধর্মঘট চালিয়ে যাবেন বলে ঘোষণা দেন।

ছাত্রলীগ-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
গত ৩১ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত শাখা ছাত্রলীগের বগিভিত্তিক দুই গ্রুপ বিজয় ও চুজ ফ্রেন্ডস উইথ কেয়ারের (সিএফসি) মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। ৩ তারিখ উভয় গ্রুপের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন পুলিশ বাদি হয়ে তাদের নামে হাটহাজারী থানায় অস্ত্রমামলা দায়ের করে। আর আটক ৬ নেতার মুক্তিসহ বেশকটি দাবিতে গত রোববার থেকে অবরোধের ঘোষণা দেয় ছাত্রলীগের একাংশ। কিন্তু আন্দোলনরত ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে অন্তত ২৫ জন আহত হয়। গতকাল সোমবার একই দাবিতে ধর্মঘট চলেছে। আর ধর্মঘটের কারণে চবিতে অচলাবস্থা বিরাজ করছে। স্থগিত করা হয়েছে পূর্ব নির্ধারিত একাধিক বিভাগের চূড়ান্ত পরীক্ষা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কেএম নুর আহমেদ বলেন, ‘অধিকাংশ শিক্ষার্থী ক্যাম্পাসে আসতে পারেনি। তাই পূর্ব নির্ধারিত পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে।’

মহানবীকে (সা.) কটূক্তির জেরে হামলার শিকার জবি শিক্ষার্থী
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির জেরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে অতর্কিত হামলার শিকার হয়েছেন বাম ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। হামলায় আহত হয়েছেন সংগঠনটির ৬ নেতাকর্মী। রোববার বিশ্ববিদ্যালয় উপাচার্যের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। সর্বশেষ গতকাল উভয় পক্ষ ক্যাম্পাসে পাল্টাপাল্টি মিছিল করেছে।

যৌন হয়রানিকে কেন্দ্র করে হাবিপ্রবিতে সংঘর্ষ, প্রক্টরসহ ২০ আহত
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই হলের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. মাহবুব হোসেনসহ ২০ জন আহত হয়েছে। ছাত্রীকে যৌন হয়রানি নিয়ে রোববার বিকালে ডরমেটরি-১-এর অধিভুক্ত শেখ রাসেল এক্সটেনশন হল ও শেখ রাসেল হলের শিক্ষার্থীদের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত ২০-২২ জনকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এছাড়া সহকারী প্রক্টর ড. মো. মাহবুব হোসেনসহ একজন শিক্ষার্থীকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেলে পাঠানো হয়।

ইবির হ্যান্ডবল দলকে প্রাণনাশের হুমকি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হ্যান্ডবল খেলোয়াড়দের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে মেরে ফেলার হুমকি দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার বিকাল ৪টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাঠে তাদের সাথে ইসলামী বিশ্ববিদ্যালয় হ্যান্ডবল টিমের সেমি ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সে অনুযায়ী ইবি টিম দুপুর ৩টায় মাঠে উপস্থিত হয়। তারা মাঠে অনুশীলন করতে থাকে। এসময় জাবির ২০-২৫ জন শিক্ষার্থী এসে কয়েকজন খেলোয়াড়কে মাঠের এক পাশে ডেকে নিয়ে মাথায় পিস্তল ঠেকিয়ে না খেলার জন্য হুমকি দেয় বলে অভিযোগ করেছেন ইবি দলের খেলোয়াড়রা। বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া বিভাগের প্রধান ড. মো. সোহেল বলেন, এ ঘটনায় খেলা পণ্ড হয়ে গেছে। ঘটনার পর থেকে ওই দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

শিক্ষক নিয়োগে অগ্রাধিকার চায় ডুয়েট শিক্ষার্থীরা
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) শিক্ষক নিয়োগে নিজ ক্যাম্পাসের শিক্ষার্থীদের অগ্রাধিকারসহ ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। রোববার একই দাবিতে ডুয়েট ভিসির কাছে স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা। ডুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিনয় ব্যানার্জী জানান, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ডুয়েট গ্র্যাজুয়েটদের অগ্রাধিকার দিতে হবে। এক্ষেত্রে পরীক্ষায় উত্তীর্ণ প্রথম ৫ মেধাবী শিক্ষার্থীকে শুধু মৌখিক পরীক্ষার ভিত্তিতে নিয়োগ দিতে হবে।এছাড়া এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শতভাগ আবসন ব্যবস্থা, বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার লেনদেন (বেতন, রেজি: ফি) এবং পরীক্ষার ফল অনলাইনের মাধ্যমে প্রকাশ করা, ছাত্র-শিক্ষক সম্মেলন কেন্দ্র নির্মাণ, পুরো ক্যাম্পাস ওয়াই-ফাই নেটওয়ার্কের আওতায় আনা, উপবৃত্তির টাকা বৃদ্ধি, গবেষণার জন্য পর্যাপ্ত অর্থায়নের ব্যবস্থা, ক্যাম্পাসের প্রধান ফটকের সাথে থাকা দোকান-পাট উচ্ছেদ ও মুক্তিযুদ্ধের ভাস্কর্য নির্মাণ, গাজীপুর-চৌরাস্তায় ডুয়েটের স্থায়ী তোরণ নির্মাণের দাবি জানানো হয়।

রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অবরোধ
গত রোববার সকাল থেকে সারাদিন বিদ্যুৎ না থাকায় ঢাকা-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ (বেরোবি) স্থানীয় সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গত তিনদিন ধরে বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকছে না। বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছেন সাধারণ মানুষসহ শিক্ষার্থীরা। এতে ফুঁসে ওঠেন শিক্ষার্থীরা।