Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫,

আলোচনায় বকশিবাজার

প্রিন্ট সংস্করণ॥ আফছার আহমদ রূপক

ফেব্রুয়ারি ৫, ২০১৮, ০৬:৩১ পিএম


আলোচনায় বকশিবাজার

দেশে এই মুহূর্তে সব থেকে বেশি আলোচনায় রাজধানীর বকশিবাজার। কারণ ৮ ফেব্রুয়ারি এখানকার আদালতেই রায় হবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার। ওইদিন বকশিবাজার খালেদার ভাগ্যে কী রেখেছে তা নিয়ে প্রায় প্রতিদিনই জনমনে চলছে আলোচনা। মামলার রায়ে কী খালেদার শাস্তি হবে, হলেই বা কত বছর, নাকি তিনি খালাস পাবেন, খালাস না পেলে জেল থেকে কী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচন করতে পারবেন-এই ধরনের প্রশ্ন ছুঁড়ছেন একজন আরেকজনের কাছে। রাঁস্তাঘাট, চায়ের দোকান, বাসে, এমন কী সেবাকেন্দ্র হিসেবে পরিচিত হাসপাতালগুলোতেও চলছে খালেদার মামলার আলোচনা। সবার প্রশ্ন ৮ ফেব্রুয়ারি কী ঘটবে বকশিবাজারে। গতকাল সোমবার ঢাকার শাহবাগে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে একজন চিকিৎসক ৮ ফেব্রুয়ারি বকশিবাজারে কী ঘটবে জানতে চাইলেন পাশে দাঁড়ানো পরিচিতজনের কাছে। তার প্রশ্ন ছিল খালেদার শাস্তি হবে কিনা, হলে কত দিনের এবং নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা। কেবল জনগণই নয়, ৮ ফেব্রুয়ারি বকশিবাজারের আদালতের খালেদার মামলার রায়কে ঘিরে আওয়ামী লীগ ও বিএনপিতে চলছে টানটান উত্তেজনা। বসে নেই পুলিশও। ওইদিনটিকে ঘিরে বকশিবাজারের আশপাশসহ সারাদেশেই নিরাপত্তার চাদরে বেষ্টন দিয়ে রাখবে পুলিশ। যেকেনো ধরনের অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত আওয়ামী লীগ ও পুলিশ। দিনটি উপলক্ষ্যে উভয় দলের পাল্টাপাল্টি হুমকিতে অনাকাক্সিক্ষত ঘটনার শঙ্কা দেখা দিচ্ছে জনমনেও। আর একদিন পরই ৮ ফেব্রুয়ারি। তাই জনগণের শঙ্কা হচ্ছে ওইদিন কী হবে দেশে। বিশেষকরে রাজধানী ঢাকায়। কারণ রাজধানীর বকশিবাজারেই তো আদালত। যদি ওইদিন খালেদাকে কারাগারে পাঠানো হয় তাহলে তার দল বিএনপি কী কর্মসূচি দেবে এবং তা প্রতিহত করতে আওয়ামী লীগরে পাল্টা  কর্মসূচি কী হবে। তবে এখনও স্পষ্টভাবে ঘোষণা না দিলেও কর্মসূচির প্রস্তুতি চলছে। তবে এ কথা ঠিক যে প্রতিটি কর্মসূচিতে শেষ পর্যন্ত পিছু হটছে বিএনপি। আর জয় হচ্ছে পুলিশের, না হয় আওয়ামী লীগের। শেষ পর্যন্ত বিএনপির কর্মসূচির অবস্থা পর্বতের মূসিক প্রসবই হয়ে থাকে। তারপরও বিএনপি, আওয়ামী লীগ এবং পুলিশের কাছে দেশবাসীর প্রত্যাশা বকশিবাজারের আদালতে ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার মামলায় যে রায়ই আসুক যেন অপ্রত্যাশিত কিছু না ঘটে।