Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

আয়ারল্যান্ডের বিপক্ষে ১৮৯ রানে অলআউট বাংলাদেশ

ফেব্রুয়ারি ১২, ২০১৫, ০৫:১৭ এএম


আয়ারল্যান্ডের বিপক্ষে ১৮৯ রানে অলআউট বাংলাদেশ

 

বিশ্বকাপে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের মুখোমুখি হলো বাংলাদেশ দল। সিডনির অলিম্পিক পার্কে আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করে মাত্র ১৮৯ রানে অলআউট হয়েছে টাইগাররা। ৪৮.২ ওভারে সব উইকেট হারিয়েছে তারা। ইনিংসে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানই ফিফটির দেখা পাননি। সর্বোচ্চ ৪৫ রান এসেছে সৌম্য সরকারের ব্যাট থেকে।

বাংলাদেশের ইনিংসের গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত নিয়মিত বিরতিতে উইকেট হারানোর আখ্যান। দলের মাত্র ১২ রানেই নেই তামিম ইকবাল (৪)। এরপর মমিনুলও (৮) নেই। এনামুল ও সৌম্য সরকার ৫৮ রানের জুটি গড়েছেন এরপর। এনামুল ২৫ রান করে ম্যাকব্রাইনের শিকার হলে এই জুটি ভাঙ্গে। সাকিব আল হাসানও ৮ রান করেই নেন বিদায়। মুনি, সরেনসেনরা চমৎকার বোলিংয়ে বাংলাদেশের অবস্থা আরো খারাপ করেছেন। দলের ১১০ রানের সময় সৌম্য ৫১ বলে ৪৫ রানে বিদায় নেন। ইনিংস সর্বোচ্চ রান এসেছে সৌম্যের ব্যাট থেকে।

 এছাড়া ২০ এর ঘরে রান করেছেন মোট চারজন। অন্যরা ১ অংক থেকে দুই অংকে যেতে পারেন নি।

১১০ রানে বাংলাদেশ পঞ্চম উইকেট হারানোর পর আশা জেগেছিলো মুশফিকুর রহীম ও সাব্বির রহমানের ব্যাটে। দুজনে মিলে প্রতিকূল পরিবেশে ৪৪ রানের জুটি গড়েছেন। কিন্তু ৪ রানের ব্যবধানে এই দুজন বিদায় নিলে বাংলাদেশের আর বড় সংগ্রহের আশা থাকেনি। মুশফিক ২৬ ও সাব্বির ২০ রান করেছেন। নাসির করেছেন ৬ রান। ৩৫ বলে ২২ রান করে মাশরাফি দলের সংগ্রহে কিছু রান যোগ করেছেন।