Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

আমলার ডাবল সেঞ্চুরি-সংগ্রহ ২০৮ রান

ডিসেম্বর ১৯, ২০১৪, ০৫:১৩ এএম


আমলার ডাবল সেঞ্চুরি-সংগ্রহ ২০৮ রান

   ব্যক্তিগত ১৫২ রানে থেমে যেতে হলো এবি ডি ভিলিয়ার্সকে, কিন্তু হাশিম আমলাকে থামানো গেল না। দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক থামলেন ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি তুলে নেওয়ার পর। তিনি ৩৭১ বলে ২২ চারের সাহায্যে ২০৮ রান করে সুলেমান বেনের বলে টেলরের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। এটি তার ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি।

দুই প্রাচীনের সঙ্গে যোগ দিয়েছেন নবীন স্টিয়ান ফন জিল, আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেই শতরান করেছেন এই বাঁহাতি। সব মিলিয়ে সেঞ্চুরিয়নে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে প্রথম ইনিংসে রানের পাহাড়ে প্রোটিয়ারা। অধিনায়ক আমলা দান ছেড়েছেন ফন জিলের শতরানের একটু পরেই, ৫ উইকেটে ৫৫২ রানে। দক্ষিণ আফ্রিকার ইনিংস ঘোষণার পর আকাশে কালো মেঘের আঁধার ঘনিয়ে আসায় আম্পায়াররা একটু আগেভাগেই তাই দিয়েছেন দিন শেষের ঘোষণা। চা বিরতির পরের সেশনটা হয়নি বৃহস্পতিবার, শুক্রবার দিনের খেলাও শুরু হবে আগে।

৩ উইকেটে ৩৪০ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা প্রোটিয়া দিনের দশম ওভারেই ডি ভিলিয়ার্সকে হারালেও তাঁর বিদায়ে ক্রিজে আসা অভিষিক্ত ফন জিল একদমই ছন্দপতন ঘটাননি রানের ধারায়। ১৫২ রান করে সুলেমান বেনের বলে ইনসাইড আউট খেলতে গিয়ে ব্যাটের কানায় লাগিয়ে পয়েন্টে ক্যাচ দেন ডি ভিলিয়ার্স। তারপর ক্রিজে আসা ফন জিল শুরুতে সাবধানী হয়ে খেললেও যতই সময় গড়িয়েছে, তাঁর ব্যাটে দেখা গেছে দর্শনীয় সব স্ট্রোক।শতরানের দেখা পেয়েছেন ১২৯ বল খেলে, ১৫টি বাউন্ডারিতে। তাঁর সেঞ্চুরির পরের ওভারেই ইনিংস ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা।

সংক্ষিপ্ত স্কোর : দক্ষিণ আফ্রিকা, প্রথম ইনিংস ৫৫২/৫ ডিক্লে. (আমলা ২০৮, ডি ভিলিয়ার্স ১৫২, ফন জিল ১০১; রোচ ২/৭৫, বেন ২/১৮৬)।