Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

ক্রিকেটার এনামুল হাসপাতালে

স্পোর্টস ডেস্ক

জুলাই ২৭, ২০১৭, ১০:৪৯ এএম


ক্রিকেটার এনামুল হাসপাতালে

জাতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যান এনামুল হক বিজয় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার বিকেলে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে তাকে ভর্তি করা হয় বলে জানা গেছে।

জাতীয় দলের পেসার কামরুল ইসলাম রাব্বি ফেইসবুকে একটি ছবি পোস্ট করে বিজয়ের জন্য দোয়া চেয়েছেন। এতে দেখা যায় হাসপাতালের বিছানায় শুয়ে আছেন বিজয়।

বিসিবি সূত্র জানায়, জ্বর বেশি থাকার কারণে অ্যাপোলো হাসপাতালে ইমার্জেন্সিতে নেয়া হয়।

চলতি মাসেই অস্ট্রেলিয়াতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফর্মেন্স (এইচপি) ইউনিটের হয়ে খেলেছেন তিনি। দেশটির ঘরোয়া বিভাগের দল নর্দান টেরিটরিকে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াটওয়াশ করে তার দল।

ব্যাট হাতে এইচপি দলের সবচে’ সফল ব্যাটসম্যান ছিলেন বিজয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে দেশের মাটিতে ২ ম্যাচের টেস্ট সিরিজ ও সাউথ আফ্রিকা সফরের জন্য ঘোষিত ২৯ সদস্যের প্রাথমিক দলেও আছেন এই এ তারকা।

বাংলাদেশের হয়ে ৩০ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৩৫.১৮ গড়ে ৯৫০ রান করেছেন বিজয়। ৩টি করে হাফ সেঞ্চুরি ও ৩টি সেঞ্চুরি আছে তার।