Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

খেলা আবার শুরু

জুলাই ১৫, ২০১৫, ০১:৪০ পিএম


খেলা আবার শুরু

  বৃষ্টির কারণে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচের পরিধি ছোট হয়েছে। একেক দল ৪০ ওভার করে খেলবে। বৃষ্টির শুরুর আগে ২৩ ওভারে ৪ উইকেটে ৭৮ রান নিয়ে থাকা প্রোটিয়াসরা সন্ধ্যা সাড়ে ৭টায় আবার ব্যাটিং শুরু করেছে।

এর আগে মাত্র ৫০ রানের মধ্যে টপ অর্ডারের ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে বুধবার টস জিতে শুরুতে ব্যাটিং নিয়েছিলেন হাশিম আমলা। কিন্তু তার এই সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণ করতে পারেননি দলের ব্যাটসম্যানরা।

প্রোটিয়াস ব্যাটিং লাইনে প্রথম আঘাত হেনেছেন মুস্তাফিজু রহমান। দলীয় ৮ রানে কুইন্টন ডি কককে ফিরিয়ে দিয়ে দারুণ সূচনা করেছেন তিনি। এরপর পরপর দুটি উইকেট তুলে নিয়েছেন সাকিব আল হাসান। ব্যক্তিগত দ্বিতীয় ওভারের প্রথম বলেই ফাফ ডু প্লেসিসকে নিজের শিকারে পরিণত করেছেন তিনি।

সেই ধারাবাহিকতায় হাশিম আমলার উইকেট নেওয়ার মাধ্যমে আন্তর্জাতিক ওয়ানডেতে দুশ’তম উইকেট নিয়েছেন সাকিব। সাকিবের আগের ওভারেই আমলার ক্যাচ মিস করেছিলেন সাব্বির। এবার আর ভুল হয়নি। উইকেটের পেছনে দাঁড়িয়ে থাকা মুশফিক ক্যাচ তালুবন্দি করেছেন। দলীয় ৫০ রানে প্রোটিয়াস ব্যাটিং লাইনে শেষ আঘাত হেনেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। রিয়াদের বলে উইকেটের পেছনে ধরা পড়েছেন রিলি রুশো।

দিবারাত্রির এই ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হাশিম আমলা। বুধবার বেলা ৩টায় শুরু হয়েছে ম্যাচটি।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচ এটি। দুই ম্যাচ শেষে সিরিজ ১-১ ব্যবধানে সমতায় আছে। তাই এই ম্যাচ যারা জিতবে তারাই সিরিজ জিতে নেবে।