Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

মেলবোর্ন টেস্টে বিশ্বরেকর্ড গড়লেন ধোনি

ডিসেম্বর ২৭, ২০১৪, ১২:০৯ পিএম


মেলবোর্ন টেস্টে বিশ্বরেকর্ড গড়লেন ধোনি

   ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি মেলবোর্ন টেস্টে শনিবার এক বিশ্বরেকর্ড গড়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি স্টাম্পিংয়ের রেকর্ডটা এখন শুধুই ধোনির। অসাধারণ এই রেকর্ডটা ধোনি গড়েছেন মিচেল জনসনকে তার স্টাম্পিংয়ের শিকার বানিয়ে। বোলার হিসেবে অশ্বিনও চলে গেছেন ইতিহাসের পাতায়। ১৩৪ স্টাম্পিং নিয়ে সবার আগে এখন ধোনির নাম।

অস্ট্রেলিয়ার বিপক্ষে এই তৃতীয় টেস্টে রেকর্ডের কাছে ছিলেন ধোনি। আন্তর্জাতিক ক্রিকেটে ৪৬০তম ইনিংসে গিয়ে বিশ্বরেকর্ডটা নিজের করে নেন ধোনি।

এই রেকর্ডটা এত দিন ছিল শ্রীলংকার উইকেটরক্ষক ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারার। ৪৮৫ ইনিংসে ১৩৩ স্ট্যাম্পিং নিয়ে অনেক দিন প্রথম জায়গাটিতে ছিলেন সাঙ্গাকারা। তাঁকে টপকালেন ধোনি। এই এলিট ক্লাবটির তৃতীয় স্থানে আছেন শ্রীলংকার সাবেক উইকেটরক্ষক রমেশ কালুভিথারানা। ২৭০ ইনিংসে ১০১টি স্ট্যাম্পিং করেছিলেন তিনি।