Amar Sangbad
ঢাকা শনিবার, ২৪ মে, ২০২৫,

সবচেয়ে দামি ফুটবলার কে?

প্রিন্ট সংস্করণ॥আনোয়ার হোসেন

জুন ৫, ২০১৮, ০৬:২৩ পিএম


সবচেয়ে দামি ফুটবলার কে?

বিশ্বকাপের পর্দা উঠতে আর বাকি সপ্তাহ খানেক। এরই মধ্যে সমর্থকরা যেমন তাদের নিজ দলের প্রতিপক্ষকে নিয়ে ভাবছেন, তেমনি সবচেয়ে দামি আর সেরা ফুটবলার কে হচ্ছেন- সেটা নিয়েও মাথা চুলকানি কম নয়। বিশ্বমিডিয়ায় এখন মেসি, রোনালদো, নেইমারকে নিয়ে এতো বেশি মাতামাতি যা অনেকের কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে, মজার ব্যাপার হলো- সম্প্রতি ফিফা প্রতিষ্ঠিত সুইজারল্যান্ডভিত্তিক ফুটবল গবেষণা প্রতিষ্ঠান সিআইইএস ফুটবল অবজারভেটরি নামক সংস্থা জরিপে বলা হয়েছে, সবচেয়ে দামি ফুটবলার মেসি-রোনালদো কিংবা নেইমার নন, এখন ইংল্যান্ডের স্ট্রাইকার হ্যারি কেইন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার! তাহলে কি বিশ্বকাপে এবার হ্যারি গোল মেশিন হয়ে দেখা দেবেন? এবার ইংলিশ সমর্থকদের কেমন প্রত্যাশা হ্যারির কাছে? সেটা দেখতে মেসি, রোনালদো, ইনিয়েস্তিয়া-কস্তা, ওজিল-মুলারদের পাশাপাশি বিশেষ দৃষ্টি দিতে হবে হ্যারির দিকেও। যদি বর্তমান বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার কে? এমন প্রশ্ন করা হয় তাহলে উত্তরে আর্জেন্টিনার সমর্থকরা হয়তো বলবেন- লিওনেল মেসির নাম, পর্তুগাল সমর্থকরা ক্রিস্টিয়ানো রোনালদোই, আর ব্রাজিল সমর্থকেরা নেইমারের কথা। কিন্তু সিআইইএস ফুটবল অবজারভেটরি নামক একটা সুইস ফুটবল জরিপ বিষয়ক সংস্থা তাদের এলগরিদমের মাধ্যমে প্রমাণ করেছে এদের কেউই নন, বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় এখন টটেনহাম হটস্পারের এ ফুটবলার। তবে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে সেরা পরফরম্যান্স প্রদর্শণ করে গোন্ডেন বুট জয় করা মুখের কথার কথা না! এখন দেখা যাক এলগরিদমের মাধ্যমে বর্তমান বাজারমূল্য হ্যারির ২০১.২ মিলিয়ন ইউরো। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে প্যারিস সেইন্ট জার্মেইয়ের আক্রমণভাগের দুই খেলোয়াড়- ব্রাজিলের তারকা নেইমার (১৯৫.৭ মিলিয়ন ইউরো) ও ফ্রান্সের উদীয়মান তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে (১৮৬.৫ মিলিয়ন ইউরো)। এমবাপ্পের পরেই আছেন মেসি, জরিপে যার দাম এসেছে ১৮৪.২ মিলিয়ন ইউরো। তালিকায় ক্রিস্টিয়ানো রোনালদোর অবস্থান বেশ পেছনে। জরিপে তাঁর দাম ১০৩.৪ মিলিয়ন ইউরো আসার কারণে এই তালিকার ২৪ তম অবস্থানে রয়েছেন তিনি। এই তালিকার শীর্ষ দশ স্থানে আরও রয়েছেন - মোহাম্মাদ সালাহ (১৭১.৩ মিলিয়ন ইউরো), ডেলে আলী (১৭১ মিলিয়ন ইউরো), কেভিন ডে ব্রুইনিয়া (১৬৭.২ মিলিয়ন ইউরো), আতোয়াঁ গ্রিজমান (১৬৪.৫ মিলিয়ন ইউরো), পাওলো দিবালা (১৬৪.২ মিলিয়ন ইউরো) ও রোমেলু লুকাকু (১৬৩.৪ মিলিয়ন ইউরো)।