Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

সিনিয়র ক্রিকেটারদের নিয়ে আলোচনা করবেন ডমিঙ্গো

ক্রীড়া প্রতিবেদক

নভেম্বর ২৫, ২০২০, ১২:৪০ পিএম


সিনিয়র ক্রিকেটারদের নিয়ে আলোচনা করবেন ডমিঙ্গো

জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বুধবার সকালে বাংলাদেশে ফিরেছেন। আন্তর্জাতিক কোনও সূচি কিংবা অনুশীলন না থাকলেও তিনি খেলোয়াড়দের পরখ করে দেখতে চান সামনে থেকে। 

ক্রিকেটাররা ব্যস্ত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে। শিষ্যদের পারফরম্যান্স সামনে থেকে দেখতে দ. আফ্রিকান কোচ এসেছেন বাংলাদেশে। এর আগে শ্রীলঙ্কা সফরের ক্যাম্পে যোগ দিতে বাংলাদেশে এসেছিলেন কোচ। সফর না হলেও অনুশীলন ও প্রস্তুতি ম্যাচগুলোতে ছিলেন তিনি। 

বিসিবি প্রেসিডেন্টস কাপেও ছেলেদের পারফরম্যান্স পাখির চোখে পরখ করেছিলেন ডমিঙ্গো। জানুয়ারির প্রথম সপ্তাহে আসছে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে বাংলাদেশ দলের ক্যাম্পও শুরু হবে। 

তবে বড়দিনের ছুটি কাটাতে ডমিঙ্গো চলে যাবেন দক্ষিণ আফ্রিকায়। ফিরবেন খুব তাড়াতাড়ি। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ চলাকালে সিনিয়র ক্রিকেটারদের নিয়ে আলোচনায় বসার কথা রয়েছে তার। সেখানে আসন্ন সিরিজের দল নিয়ে আলোচনা করবেন কোচ। 

বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘প্রধান কোচ আসার পর আমাদের দল নিয়ে কাজ শুরু হবে। মাঝে বড় দিনও আছে। এজন্য দল আগেভাগেই তৈরি করা হতে পারে।’

আমারসংবাদ/এমআর