Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

জাতীয় দলের জার্সিতে ফিরলেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক

জানুয়ারি ১২, ২০২১, ০৮:৪৫ এএম


জাতীয় দলের জার্সিতে ফিরলেন সাকিব

টাইগারদের ‘সুপারম্যান’ সাকিব আল হাসানের এক বছরের নিষেধাজ্ঞা শেষ হয়েছে গত ২৮ অক্টোবর। এরইমধ্যে আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র‍্যাংকিংয়ে রাজত্ব ফিরে পেলেন সাকিব আল হাসান। ৩৭৩ রেটিং নিয়ে র‍্যাংকিংয়ে সবার ওপরে রয়েছেন তিনি। 

সাকিবের ফেরা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে পাকিস্তানের ক্রিকেটভিত্তিক ফেসবুক পেজ- ‘ক্রিকেট পাকিস্তান’। বাংলাদেশের এই অলরাউন্ডারকে সম্মান জানাতে কোনো কার্পণ্য করেনি তারা।

দীর্ঘ এক বছরের পর খেলেছেন বঙ্গবন্ধু টি-টুয়েন্ট কাপে। এবার খেলবেন আন্তর্জাতিক অঙ্গনেও। উইন্ডিজ সিরিজের জন্য জাতীয় দলের অনুশীলন জার্সিতে দেখা গেল সাকিব আল হাসানকে। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার।

আসছে ২০ জানুয়ারি মিরপুরে উন্ডিজের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক মঞ্চে প্রত্যাবর্তন ঘটবে নিষেধাজ্ঞায় একবছর বাইরে থাকা সাকিবের। তাই রোববার জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন সাকিব। ওয়ানডে ও টেস্টের প্রাথমিক দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে করেছেন ব্যাটিং-বোলিং-ফিল্ডিং অনুশীলন।

বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্প শুরুর দিনই ঢাকায় এসেছে টিম উইন্ডিজ। হোটেলে তিন দিন কোয়ারেন্টাইনে থাকার পর সফরকারীরা শুরু করবে মাঠের অনুশীলন। এই সময়ে দুবার করোনা পরীক্ষা হবে ক্যারিবীয়দের।

হাতের ব্যথা পুরোপুরি ভালো না হওয়ায় বাংলাদেশের অনুশীলন ক্যাম্পের প্রথমদিনে যোগ দিতে পারেননি টেস্ট অধিনায়ক মুমিনুল হক ও অফস্পিনার নাঈম হাসান। দুজনেই গত মাসে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে চোট পাওয়ায় সার্জারি করিয়েছিলেন।

দেশে এলেও মাঠে দেখা যায়নি নতুন ব্যাটিং পরামর্শক জন লুইস ও বোলিং কোচ ওটিস গিবসনকে। ব্রিটিশ পাসপোর্টধারী হওয়ায় মাঠে আসতে পারেননি কোচিং স্টাফের এ দুই সদস্য। গিবসন ক্যারিবিয়ান হলেও তিনি ব্রিটিশ পাসপোর্টধারী। জন লুইসও ইংলিশ।

বাংলাদেশের করোনাকালীন নিয়ম অনুযায়ী বৃটেন থেকে আসা নাগরিকদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকার কথা। যদিও সিরিজ সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সরকারের কাছে আবেদন করেছে কোয়ারেন্টাইন নিয়ম শিথিলের জন্য।

সাকিব সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ২০১৯ সালের সেপ্টেম্বরের শুরুর দিকে আফগানিস্তানের বিপক্ষে। এরপর ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করায় সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ ছিলেন একবছর।

সব ঠিক থাকলে এ মাসেই বাংলাদেশ ক্রিকেটের পোস্টারবয় ফিরবেন আন্তর্জাতিক অঙ্গনে। ৫ সপ্তাহের সফরে টাইগারদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে ক্যারিবীয়রা।

আমারসংবাদ/এমআর