Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

টাইগারদের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন 

স্পোর্টস ডেস্ক

জানুয়ারি ২০, ২০২১, ০১:৩০ পিএম


টাইগারদের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম খেলায় দুর্দান্ত জয় পাওয়ায় টাইগারদেরকে অভিনন্দন জানিয়েছেন। 

বুধবার (২০ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাকিব আল হাসান, অভিষেক হওয়া হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও তামিম ইকবালের পারফরম্যান্সে ভর করে ৬ উইকেটের জয় পায় বাংলাদেশ।  

উইন্ডিজ আগে ব্যাট করতে নেমে ৩২.২ ওভারে ১২২ রানে অলআউট হয়ে যায়। বাংলাদেশ দলের হয়ে সাকিব আল হাসান ৭.২ ওভারে মাত্র ৮ রানের খরচায় শিকার করেন ৪ উইকেট। ২৮ রানে ৩ উইকেট নেন উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ম্যাচে অভিষেক হওয়া হাসান মাহমুদ। ২ ওপেনারের উইকেট শিকার করেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।

১২৩ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ৪৭ রান করেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন কুমার দাস। এরপর ৩৬ রানের ব্যবধানে ৩ উইকেট হারায় বাংলাদেশ।  

টার্গেট ছোট থাকায় জয় পেতে তেমন সমস্যায় পড়তে হয়নি টাইগারদের। ৩৩.৫ ওভারেই জয়ের বন্দরে নোঙর ফেলে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন অধিনায়ক তামিম ইকবাল। এছাড়া ১৯ রান করেন সাকিব। ১৯ রানে অপরাজিত থাকেন মুশফিকুর রহিম। 

আমারসংবাদ/এমএস