Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

চোট নিয়েই জয়, শেষ ষোলোয় জকোভিচ

স্পোর্টস ডেস্ক

ফেব্রুয়ারি ১৩, ২০২১, ০৭:৩৫ এএম


চোট নিয়েই জয়, শেষ ষোলোয় জকোভিচ

ইচ্ছায় শক্তি এই কথাটাকে আবারও প্রমাণ করলেন নোভাক জকোভিচ। চোট নিয়েই অস্ট্রেলিয়ান ওপেনে জয় হাসিল করলেন নোভাক জকোভিচ।

তৃতীয় রাউন্ডে পাঁচ সেটের থ্রিলার জিতলেন সার্বিয়ান তারকা জকোভিচ। মার্কিন যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিৎজের বিপক্ষে এদিন জকোভিচের পক্ষে ম্যাচের ফল ৭-৬(১), ৬-৪, ৩-৬, ৪-৬, ৬-২।

প্রথম সেট থেকেই বিশ্বের ৩১ নম্বর ফ্রিৎজের কড়া চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় জকোভিচকে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টাইব্রেকারে জোকারের কাছে হারতে হয় তেইশ বছরের ফ্রিৎজকে। তবে ৬-৪ ব্যবধানে দ্বিতীয় সেটে তুলনামূলক সহজ জয় ছিনিয়ে নেন আটবারের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী।

তবে তৃতীয় সেটে তলপেটে যন্ত্রণা অনুভব করেন জকোভিচ। যার জন্য মেডিক্যাল টাইমআউট নিতে হয় তাকে। এরপর কোর্টে ফিরেও অস্বস্তিতে দেখা যায় নোভাককে।

এই সুযোগকেই কাজে লাগানোর চেষ্টায় ছিলেন ফ্রিৎজ। তৃতীয় এবং চতুর্থ সেট জিতে ম্যাচ পঞ্চম সেটে নিয়ে যান এই আমেরিকান। তৃতীয় রাউন্ড থেকেই জোকারের বিদায়ের শঙ্কা তৈরি হলেও হাল ছাড়েননি এই বিশ্বসেরা টেনিস তারকা।
 
নির্ণায়ক সেটে ফ্রিৎজকে কার্যত উড়িয়ে দিয়ে চতুর্থ রাউন্ডে পৌঁছান জোকার। পঞ্চম সেটে জকোভিচের আগ্রাসনের সামনে দাঁড়াতেই পারেননি মার্কিন তারকা। শেষ সেটে ৬-২ ব্যবধানে প্রতিদ্বন্দ্বীকে হারান জকোভিচ।

আমারসংবাদ/এডি