Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

দিনের শুরুতেই রাহীর আঘাত

স্পোর্টস ডেস্ক

ফেব্রুয়ারি ১৪, ২০২১, ০৪:২৫ এএম


দিনের শুরুতেই রাহীর আঘাত

ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে দলীয় ৪১ রানে তৃতীয় দিন শেষ করে। চতুর্থ দিনটা দুুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ চাইবে দ্রুত উইকেট শিকার করতে, অপরদিকে উইন্ডিজের প্রয়োজন দ্রুত রান।

টাইগাররা শুরুটা তেমনই করলো। জোমেল ওয়ারিক্যানকে সাজঘরে  ফিরিয়ে দারুণ শুরু করলেন আবু জায়েদ রাহী। ব্যাটিং করতে নেমে ওয়ানডে মেজাজে খেলছিলেন এনক্রুমাহ বনার ও জোমেল ওয়ারিক্যান। একের পর এক সিঙ্গেল নিয়ে এগিয়ে নেয়ার চেষ্টায় ছিলেন দুই ক্যারিবীয়। তবে বেশিক্ষণ মাঠে থাকতে পারলেন না ওয়ারিক্যান।

২৫তম ওভারের প্রথম বলে রাহীর উইকেটে পরিণত হন তিনি। লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে ২২ বল খেলে ২ রান করেন এই ক্যারিবীয়। তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ১৬ ওভারের মধ্যে তিন উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। 

৬ রান করে মাঠ ছাড়েন অধিনায় ক্রেইগ ব্র্যাথওয়েট, জন ক্যাম্পবেল করেন ১৮ রান ও শেন মোজলে করেন ৭ রান। বাংলাদেশের পক্ষে একটি করে উইকেট নেন নাঈম হাসান, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।

আমারসংবাদ/এমএস