Amar Sangbad
ঢাকা বুধবার, ০৮ মে, ২০২৪,

আইপিএলের নিলাম শুরু আজ  

স্পোর্টস ডেস্ক

ফেব্রুয়ারি ১৮, ২০২১, ০৬:১৫ এএম


আইপিএলের নিলাম শুরু আজ  

চেন্নাইয়ে আজ আইপিএলের নিলাম শুরু। নিলাম শুরু হওয়ার আগে টাকা নিতে প্রস্তুত সব দল। কোন কোন ক্রিকেটার রয়েছেন প্রথম তালিকায়? কারা কতজন করে ক্রিকেটার নিলাম থেকে নিতে পারবে? তা নিয়ে ইতিমধ্যে চর্চা শুরু হয়ছে।   

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) আইপিএল মিনি নিলামের রাজকীয় পর্বে থাকবে ২৯২ জন ক্রিকেটারের নাম। তার মধ্যে রয়েছেন ১৬৪ জন ভারতীয় এবং ১২৫ জন বিদেশি ক্রিকেটার। দর হাঁকাবে আট ফ্র্যাঞ্চাইজি।

নিলামের আগেই নিজেদের অনেকটা গুছিয়ে নিয়েছে দলগুলো। হাতে তাদের পর্যাপ্ত টাকা নেই। খেলোয়াড়দের কোটাও খুব বেশি খালি নেই। দলগুলোর খেলোয়াড় তালিকার যে চিত্র, তাতে বিদেশি ক্রিকেটারের কোটা বাকি আছে মাত্র ২২ জনের।

১২৮ জন বিদেশি ক্রিকেটারের অন্তত ১০৬ জনই তাই দল পাবেন না। চেন্নাই সুপার কিংস নিতে পারবে ৬ জন ভারতীয় এবং ১ জন বিদেশি ক্রিকেটার। তাদের হাতে রয়েছে ২২ কোটি ৯০ লাখ রুপি।

দিল্লি ক্যাপিটালসের হাতে রয়েছে ১২ কোটি ৯০ লাখ রুপি। দিল্লি নিতে পারবে ৬ জন ক্রিকেটারকে, যার মধ্যে বিদেশি ক্রিকেটার নেওয়ার জায়গা রয়েছে দুটি। পাঞ্জাব কিংসের হাতে রয়েছে সবচেয়ে বেশি অর্থ। ৫৩ কোটি ২০ লাখ রুপি নিয়ে তারা কিনতে পারবে ৯ জন ক্রিকেটার। যার মধ্যে ৫ জন বিদেশি ক্রিকেটারকে নিতে পারবে দলটি।

কলকাতা নাইট রাইডার্স নিতে পারবে ৮ জনকে। তাদের হাতে রয়েছে ১০ কোটি ৭৫ লাখ রুপি। গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স নিতে পারবে ৭ জন ক্রিকেটার, যার মধ্যে ৪ জন বিদেশিকে নেয়ার জায়গা রয়েছে তাদের। হাতে রয়েছে ১৫ কোটি ৩৫ লাখ রুপি।

রাজস্থান রয়্যালসের হাতে রয়েছে ৩৪ কোটি ৮৫ লাখ রুপি। তারা নিতে পারবে ৩ বিদেশিসহ ৮ জন ক্রিকেটার। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু নিতে পারবে ১৩ ক্রিকেটারকে। ৪ বিদেশি ক্রিকেটার নেয়ার জায়গা ফাঁকা রয়েছে তাদের।

ব্যাঙ্গালুরুর দলের হাতে রয়েছে ৩৫ কোটি ৯০ লাখ রুপি। সানরাইজার্স হায়দরাবাদের হাতে রয়েছে ১০ কোটি ৭৫ লাখ রুপি। ১ বিদেশিসহ ৩ ক্রিকেটার নিতে পারবে তারা।

আমারসংবাদ/এমএস