Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

ক্রিকেটাররা ভ্যাকসিন নিলেন আজ 

স্পোর্টস ডেস্ক

ফেব্রুয়ারি ১৮, ২০২১, ০৭:০০ এএম


ক্রিকেটাররা ভ্যাকসিন নিলেন আজ 

আজ থেকে শুরু হলো জাতীয় দলের ক্রিকেটারদের ভ্যাকসিনেশন কার্যক্রম। তাই নিউজিল্যান্ড সফরের আগে করোনাভাইরাসের টিকা নিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কয়েকজন খেলোয়াড়।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে টিকা নেওয়ার পর বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বললেন, অনেকেই নেতিবাচক কথা বলেন, কিন্তু ইতিবাচক দিকগুলোও বলা দরকার।

আসন্ন নিউজিল্যান্ড সফরে স্কোয়াডে থাকা ক্রিকেটারদের অগ্রাধিকার দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটার, বিদেশি কোচিং স্টাফ ও টিম ম্যানেজম্যান্টসহ মোট ৩৬ জন টিকা নেবেন। আজ টিকা নিচ্ছেন ২৮ জন। নিউজিল্যান্ড সফরের স্কোয়াডে থাকবেন এমন ৮ জন ঢাকার বাইরে না থাকায় শনিবার (২০শে ফেব্রুয়ারি) নেবেন ভ্যাকসিন।

শুরুতেই টিকা দিতে আসেন বিদেশি কোচিং স্টাফরা। সকাল সোয়া দশটায় কুর্মিটোলায়  পৌঁছেন হেড কোচ রাসেল ডোমিঙ্গো, পেস বোলিং কোচ ওটিস গিবসন, ব্যাটিং কোচ জন লুইস, ফিল্ডিং কোচ রানায় কুক, ফিজিও জুলিয়ান ক্যালফেতো ও ট্রেনার নিক লি।

স্ত্রীসহ টিকা নিতে যান বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল ও অলরাউন্ডার সৌম্য সরকার। গিয়েছেন বোর্ড পরিচালক জালাল ইউনুস, মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম, ক্রিকেটার নাঈম শেখ, নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ।

বিসিবি সূত্রের খবর, ‘শুরুতে টিকা নিতে অনেকেই অনাগ্রহ প্রকাশ করেন। পরে রাজি হয়। তবে আজ সবাইকে পাচ্ছি না। নিউজিল্যান্ড সফরে থাকা ক্রিকেটার, কোচিং স্টাফসহ সংশ্লিষ্টরা মোট ২৮জন টিকা নেবেন আজ। বাকি ৮ জন ২০ তারিখে টিকা নেবেন।’

প্রসঙ্গত,  নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলতে আগামী ২৪ শে ফেব্রুয়ারি দেশ ছাড়ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

আমারসংবাদ/এমএস