Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

রেফারিজ কমিটি ভেঙে দেওয়া হয়েছে

স্পোর্টস ডেস্ক

ফেব্রুয়ারি ১৮, ২০২১, ০৮:৪০ এএম


রেফারিজ কমিটি ভেঙে দেওয়া হয়েছে

ফুটবল মাঠে রেফারিদের বিতর্কিত সিদ্ধান্তের প্রেক্ষিতে গতকাল বর্তমান রেফারিজ কমিটি ভেঙে দেওয়া হয়েছে।

জাকির হোসেনের জায়গায় এখন সভাপতির দায়িত্ব পালন করবেন সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী। জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

শিগগির ভিএআর স্থাপনের ব্যাপারে কাজ করছে বাফুফে। অপেক্ষা শুধু ফিফার অনুমোদনের। চতুর্থ মেয়াদে সালাউদ্দিন প্যানেল নির্বাচিত হয়ে নড়েচড়ে বসেছে। ফুটবলের উন্নয়নে পদক্ষেপ নিচ্ছে একের পর এক। তৃণমূল ফুটবল, একাডেমি নির্মাণসহ বেশকিছু কাজ দৃশ্যমান।

করোনা বিরতির পর মাঠে ফুটবল ফেরানোর সাহসী পদক্ষেপ নিয়ে সফল ফেডারেশন। আর সেই সফলতায় পানি ঢালবে মাঠে বিতর্কিত রেফারিংয়ে? মানতে দেয়া যায় না। সমালোচনার জবাবটা দিয়েছেন বাফুফে বস। ভেঙে দিয়েছেন বর্তমান রেফারিজ কমিটি।

কাজী সালাউদ্দিন বলেন, রেফারিজ কমিটি ভেঙে দেওয়া হয়েছে। এটা নিয়ে সমালোচনা হচ্ছে। ফুটবলের ভালোর জন্য আমরা একটি হাইপাওয়ার কমিটি করে দিয়েছি। যারা আরও দক্ষতার সঙ্গে কাজ করবে আশা রাখি। 

রেফারিজ কমিটির প্রধান জাকির হোসেনের চেয়ারে এখন বসবেন সালাম মুর্শেদী। পেশাদার লিগ কমিটির পাশাপাশি এখন দেখভাল করবেন রেফারিদের।

খেলা ও খেলোয়াড়ের মান উন্নয়নে অচিরেই বসানো হবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি সিস্টেম। অপেক্ষা ফিফার অনুমোদনের।

আমারসংবাদ/এমএস