Amar Sangbad
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪,

এবারের আইপিএলে কোটিপতি হয়েছেন যাঁরা

স্পোর্টস ডেস্ক

ফেব্রুয়ারি ২০, ২০২১, ০৫:৫৫ এএম


এবারের আইপিএলে কোটিপতি হয়েছেন যাঁরা

চেন্নাইয়ে অনুষ্ঠিত আইপিএলের ১৪তম আসরের নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন দক্ষিণ আফ্রিকার অল-রাউন্ডার ক্রিস মরিস। ১৬ কোটি ২৫ লাখ রুপিতে মরিসকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস।

তাঁর মতো এমন কে কে আছেন, যাঁরা এক দিনেই এভাবে রাতারাতি কোটিপতি হয়ে গেছেন? একনজরে দেখে নিন- 

ক্রিস মরিস: পেস অলরাউন্ডার (১৬.২৫ কোটি রুপি, রাজস্থান রয়্যালস)
কাইল জেমিসন: পেসার (১৫ কোটি রুপি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)
গ্লেন ম্যাক্সওয়েল: স্পিন অলরাউন্ডার (১৪.২৫ কোটি রুপি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)
ঝাই রিচার্ডসন: পেসার (১৪ কোটি রুপি, পাঞ্জাব কিংস)
কৃষ্ণপ্পা গৌতম: স্পিন অলরাউন্ডার (৯.২৫ কোটি রুপি, চেন্নাই সুপার কিংস)

রাইলি মেরেডিথ: পেসার (৮ কোটি রুপি, পাঞ্জাব কিংস)
মঈন আলি: স্পিন অলরাউন্ডার (৭.৫ কোটি রুপি, চেন্নাই সুপার কিংস)
ড্যানিয়েল ক্রিশ্চিয়ান: পেস অলরাউন্ডার (৪.৮ কোটি রুপি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)
টম কারেন: পেস অলরাউন্ডার (৫.২৫ কোটি রুপি, দিল্লি ক্যাপিটালস)
শাহরুখ খান: ব্যাটসম্যান (৫.২৫ কোটি রুপি, পাঞ্জাব কিংস)

নাথান কোল্টার-নাইল: পেসার (৫ কোটি রুপি, মুম্বাই ইন্ডিয়ানস)
শিভাম দুবে: পেস অলরাউন্ডার (৪.৪ কোটি রুপি, রাজস্থান রয়্যালস)
মোজেস হেনরিকেস: পেস অলরাউন্ডার (৪.২ কোটি রুপি, পাঞ্জাব কিংস)
সাকিব আল হাসান: স্পিন অলরাউন্ডার (৩.২ কোটি রুপি, কলকাতা নাইট রাইডার্স)
অ্যাডাম মিলনে: পেসার (৩.২ কোটি রুপি, মুম্বাই ইন্ডিয়ানস)

পীযুশ চাওলা: স্পিনার (২.৪ কোটি রুপি, মুম্বাই ইন্ডিয়ানস)
স্টিভ স্মিথ: ব্যাটসম্যান (২.২ কোটি রুপি, দিল্লি ক্যাপিটালস)
হরভজন সিং: স্পিনার (২ কোটি রুপি, কলকাতা নাইট রাইডার্স)
স্যাম বিলিংস: উইকেটকিপার ব্যাটসম্যান (২ কোটি রুপি, দিল্লি ক্যাপিটালস)
কেদার যাদব: স্পিন অলরাউন্ডার (২ কোটি রুপি, সানরাইজার্স হায়দরাবাদ)

মুজিব উর রেহমান: স্পিনার (১.৫ কোটি রুপি, সানরাইজার্স হায়দরাবাদ)
ডেভিড মালান: ব্যাটসম্যান (১.৫ কোটি রুপি, পাঞ্জাব কিংস)
চেতন সাকারিয়া: পেসার (১.২ কোটি রুপি, রাজস্থান রয়্যালস)
মোস্তাফিজুর রহমান: পেসার (১ কোটি রুপি, রাজস্থান রয়্যালস)
উমেশ যাদব: পেসার (১ কোটি রুপি, দিল্লি ক্যাপিটালস)

আমারসংবাদ/এমএস