Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

৫ বছরের জেল হতে পারে নাসিরের, তামিমার ৭ বছর!

স্পোর্টস ডেস্ক

ফেব্রুয়ারি ২২, ২০২১, ০৬:২৫ এএম


৫ বছরের জেল হতে পারে নাসিরের, তামিমার ৭ বছর!

বাংলাদেশ দলের একসময়ের নিয়মিত মুখ  ‘ব্যাডবয়’ খ্যাত তারকা অলরাউন্ডার নাসির হোসেন। মাঠে নিজের পারফর্মেন্স দিয়ে যেমন আলোচনায় এসেছেন নাসির, তেমনই লাইমলাইটে ছিলেন মাঠের বাইরের কার্যকলাপ দিয়েও। ২০১৮ সালে সোশ্যাল মিডিয়ায় সুবাহর একটি ভিডিও ভাইরাল হওয়ার পর সমালোচনায় আসেন নাসির। এ ঘটনার তিন বছর এবার বিয়ে করে বিতর্কের মুখে পড়তে হলো নাসির এবং তার স্ত্রীকে। অন্যের বউকে বিয়ে করেছেন নাসির, এমনই অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। 

চেনাজানা থেকেই প্রেমের সম্পর্ক গড়ে উঠে দুজনের মাঝে। গেল বছর সেপ্টেম্বরে ইনস্টাগ্রামে একটি মেয়েকে নিয়ে পোস্ট দিয়েছিলেন নাসির। যদিও মিনিট দশেক পর পোস্টটা ডিলিটও করে দিয়েছিলেন। শেষ পর্যন্ত তার সঙ্গেই বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন তিনি।

গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে নাসির ভালোবেসে ঘর বাঁধেন তামিমা তাম্মির সাথে। তামিমা পেশায় একজন কেবিন ক্রু। কাজ করেন বিদেশি একটি এয়ারলাইন্সে।  

তবে বিয়ের খবর ছাপিয়ে নাসিরের স্ত্রীকে জড়িয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। ২০ ফেব্রুয়ারি রাইসা ইসলাম বাবুনি নামক এক ফেসবুক ব্যবহারকারীর একটি পোস্ট ভাইরাল হয়। যেখানে তামিমার স্বামী হিসেবে রাকিব নামে এক ব্যক্তি দাবি করেছেন, এখনও তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক রয়েছে। এমনকি তাদের রয়েছে ৮ বছরের এক কন্যাসন্তান। কিন্তু স্বামীকে তালাক না দিয়েই ক্রিকেটার নাসিরকে বিয়ে করেছেন তামিমা! 

বিষয়টি নিয়ে তামিমার প্রথম স্বামী রাকিব হাসান কথা বলেছেন একটি ইউটিউব চ্যানেলে। সেখানে রাকিব হাসান জানিয়েছেন তাদের বিয়ে এবং সংসারের গল্প।

এছাড়াও এ বিষয়ে আইনগত পদক্ষেপ নিয়েছেন তামিমার সাবেক স্বামী রাকিব হাসান। বিষয়টি নিয়ে উত্তরা পশ্চিম থানায় একটি জিডিও করেছেন তিনি।

সেই জিডির কপিতে উঠে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। জিডিতে লেখা অনুযায়ী, রাকিব-নাসির ছাড়াও তামিমার ছিল আরেক সংসার। যেখানে তামিমা সংসার করেছেন মাত্র ৬ মাস। আর এটি হয়েছে রাকিবের সাথে সংসার চলাকালীন সময়েই।

ছয়মাস সংসার করার পর রাকিবের কাছে ফিরে এসে ক্ষমাও চেয়েছিলেন তামিমা। তামিমা বলেছিলেন, কখনো এমন হবেনা। এরপর মেয়ের মুখের দিকে চেয়ে তাকে ক্ষমা করে দেয় রাকিব হাসান। কিন্তু এর কয়দিন পর নাসিরের সাথে সম্পর্কের বিষয়টি প্রকাশ পায়।

এছাড়াও, রাকিবের সঙ্গে নাসিরের একটি অডিও কলও ভাইরাল হয়ে যায়। যেখানে নাসির রাকিবকে ফোন দিয়ে জানতে চান কেনো জিডি করেছেন তিনি?

এ বিষয়ে নাসিরের সঙ্গে একাধিকার যোগাযোগ করা হলেও তার ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে। বিষয়টি নিয়ে নাসিরের বড় ভাই নাসিম হোসেনের সঙ্গে জানতে চাওয়া হলে তিনি জানান নাসির নিজেই খুব শিগগিরই গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন।

তবে যেহেতু পূর্বের স্বামী রাকিবের সঙ্গে তামিমার তালাক হয়নি, এজন্য রাকিবের করা মামলায় জেল হতে পারে নাসির এবং তামিমার। 

মুসলিম আইন অনুযায়ী, এ রকম বিয়ে বাতিল বা অবৈধ বিবাহ বলে গণ্য হবে। বিধান অনুযায়ী, ১৮৬০ সালের দণ্ডবিধির ৪৯৪ ধারায় বলা আছে, পূর্বের বিয়ে থাকা অবস্থায় কোনো স্ত্রী একাধিক বিয়েতে আবদ্ধ হলে ৭ (সাত) বছর কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয়দণ্ড হতে পারে, আর ৪৯৫ ধারায় বলা আছে যদি পূর্বের বিয়ে গোপন করে তাহলে ১০ বছর কারাদণ্ড এবং অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবে।

তবে ৪৯৪ ধারার একটা ব্যতিক্রম ছিল, যদি সাত বছর ধরে স্বামী নিরুদ্দেশ থাকে এবং জীবিত আছে এ রকম কোনো সন্ধান না পাওয়া যায় তাহলে দ্বিতীয় বিয়ে করতে পারবে। শর্ত হলো, নতুন বিয়েতে পূর্বের বিয়ের সকল ঘটনা সুস্পষ্টভাবে বলতে হবে।

এদিকে স্বামীও যদি একই কাজ করেন তাহলে তার জন্যও এটা শাস্তিযোগ্য অপরাধ। প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে ও তার ভরণপোষণ না দেয়া একটি ফৌজদারি অপরাধ।

মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ ১৯৬১-এর ৬ ধারামতে, দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে সালিশি পরিষদের কাছে অনুমতি না নিলে বিয়ে নিবন্ধন হবে না। আর তাই প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে অবৈধ বলে গণ্য হবে।

এ অবস্থায় প্রতিকার পেতে ম্যাজিস্ট্রেট আদালতে দণ্ডবিধি আইন-১৮৬০-এর ৪৯৪-এর বিধানমতে মামলা করতে পারেন। এ সময় স্বামী দ্বিতীয় বিয়ের কাবিননামা আদালতে দেখাতে হবে। এক্ষেত্রে স্বামীর অপরাধ প্রমাণিত হলে সাত বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত হবেন।

এছাড়াও ৪৯৭ ধারায় বলা হয়েছে কেউ যদি অন্যের স্ত্রীরের সাথে শারিরীক সম্পর্কে জড়িত থাকেন তাহলে এটি একটি আইনগত অপরাধ। এবং এর জন্য ৫ বছরের জেল অথবা অর্থদণ্ড বা উভয়দণ্ড হতে পারে। অর্থাৎ যেহেতু নাসির এবং রাকিবের ফোনালাপ থেকে স্পষ্ট নাসির তামিমার আগের বিয়ে এবং সংসার নিয়ে সবই জানতেন সেহেতু ৪৯৭ ধারায় নাসিরের ৫ বছরের জেল অথবা অর্থদণ্ড বা উভয়দণ্ড হতে পারে।

তবে এত বিতর্কের পরও থেমে থাকেননি নাসির-তামিমা। শনিবার রাতে জাঁকজমকপূর্ণভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তারা। গুলশানের লেকশোর হোটেলে আলোচিত নাসির-তামিমা জুটির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

আমারসংবাদ/এডি