Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

ফের ক্রাইস্টচার্চে 'গোলাগুলির শব্দ', শিউরে উঠলেন তামিম

স্পোর্টস ডেস্ক

মার্চ ২, ২০২১, ০৪:৫০ এএম


ফের ক্রাইস্টচার্চে 'গোলাগুলির শব্দ', শিউরে উঠলেন তামিম

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ বাংলাদেশের ক্রিকেটারদের জন্য এক আতঙ্কের শহর। ২০১৯ সালে বন্দুকধারীর গুলি থেকে অল্পের জন্য বেঁচে গেলেন তারা। দুঃসহ সে স্মৃতিই যেন আবারো ফিরে এসেছে বাংলাদেশ অধিনায়কের কাছে, হোটেল রুম থেকেই শুনতে পেলেন গোলাগুলির শব্দ। 

ক্রাইস্টচার্চের হলিডে ইন ডাবল ট্রি হোটেলে নিজের রুমে বসে দেশের অন্যতম সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সে কথায় জানিয়েছেন ওয়ানডে অধিনায়ক। 

সাক্ষাৎকারে তামিম বলেন, হোটেল থেকেই দুই দিন আগে হঠাৎ গোলাগুলির শব্দ শুনতে পেলাম। আমি তো ভয়েই শেষ। পরে দেখলাম আতশবাজি ফোটানো হচ্ছে। এখানে কোথাও কনসার্ট হচ্ছিল। সেটা উপলক্ষে আতশবাজি। কিছুক্ষণের জন্য ভয়ই পেয়ে গিয়েছিলাম।

এদিকে, সোমবার (০১ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটার দিকে বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমামের পাঠানো ভিডিও বার্তায় নিউজিল্যান্ড সফররে আদ্যোপান্ত জানিয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১৫ মার্চ শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে নামাজ আদায়ের সময় সন্ত্রাসী হামলা চালায় অস্ট্রেলিয়ান নাগরিক ব্রেন্টন ট্যারান্ট। সবাই যখন জুমার নামাজ আদায়ে প্রস্তুত তখনই স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে গুলি চালাতে চালাতে ‘আল নূর মসজিদে’ ঢুকে পড়েন ২৮ বছর বয়সী এই যুবক। সে নৃশংস হামলায় বাংলাদেশিসহ ৫১ জনের মৃত্যু হয়। এতেই থেমে থাকেনি ব্রেন্টন, স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে নির্বিচারে গুলি চালানোর দৃশ্য ফেসবুকে সরাসরি সম্প্রচারও করেন তিনি।

সেদিনের ক্রাইস্টচার্চে অবস্থান করা বাংলাদেশি ক্রিকেটাররা অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

আমারসংবাদ/এমএস