Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪,

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে ফাইনালে যাচ্ছে কারা? 

স্পোর্টস ডেস্ক

মার্চ ১৭, ২০২১, ১০:৩০ এএম


রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে ফাইনালে যাচ্ছে কারা? 

ইংল্যান্ড লিজেন্ডসকে ৫ উইকেটে হারিয়ে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের সেমিফাইনালে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস। এবার উইন্ডিজের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে ভারত লিজেন্ডস। 

বুধবার (১৭ মার্চ) বাংলাদেশ সময় সাড়ে সাতটায় ফাইনালে উঠবার লক্ষ্যে রায়পুরে মাঠে নামবে দুই দল। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। এছাড়াও দেখা যাবে ইউটিউবেও।

টুর্নামেন্টে ৫ ম্যাচে ভারতের সর্বোচ্চ ১৬৯ রান এসেছে শেবাগের ব্যাট থেকে। এছাড়াও বল হাতে বেশ ছন্দে আছেন মুনাফ প্যাটল। ৫ ম্যাচে এই মিডিয়াম পেসারের সংগ্রহ টুর্নামেন্টের ২য় সর্বোচ্চ ৮ উইকেট।

টুর্নামেন্ট জুড়েই দুর্দান্ত ফর্মে আছেন বীরেন্দ্র শেবাগ-যুবরাজ সিংরা। অন্যদিকে দল হিসেবে বেশ ফর্মে আছে ব্রায়ান লারার ওয়েস্ট ইন্ডিজও। ব্যক্তিগত পারফরমেন্স অতটা উজ্জ্বল না হলেও তাদের দলগত পারফর্মেন্স ছিল দেখার মত। ৩ ম্যাচে ডোয়াইন স্মিথের ব্যাট থেকে এসেছে ৩৮ গড়ে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ ১১৫ রান। এছাড়াও বল হাতে ভালো করেছেন সুলেমান বেন, টিনো বেস্টরা। টুর্নামেন্টের যৌথ ২য় সর্বোচ্চ ৮ উইকেট নিয়েছেন সুলেমান বেন।

ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস স্কোয়াড
ব্রায়ান লারা (অধিনায়ক), টিনো বেস্ট, রিডলি জ্যাকবস (উইকেট কিপার), নরসিংহ দেওনারিন, সুলেমান বেন, দীনানাথ রামনারাইন, অ্যাডাম সানফোর্ড, কার্ল হুপার, ডোয়াইন স্মিথ, রায়ান অস্টিন, উইলিয়াম পারকিনস এবং মহেন্দ্র নাগামুতু।

ভারত লিজেন্ডস স্কোয়াড
শচীন টেন্ডুলকার (অধিনায়ক), বীরেন্দ্র শেবাগ, যুবরাজ সিং, মোহাম্মদ কাইফ, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, মুনাফ প্যাটেল, নামান ওঝা, প্রজ্ঞান ওঝা, মুনাফ প্যাটেল, এস বদরিনাথ, মনপ্রীত গনি, বিনয় কুমার, নোয়েল ডেভিড।

আমারসংবাদ/এমএস