Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

ক্যান্সার আক্রান্ত বয়ফ্রেন্ডের পাশে থাকতে অবসর নিলেন মহিলা ফুটবলার

স্পোর্টস ডেস্ক

মার্চ ২৭, ২০২১, ০৫:১৫ এএম


ক্যান্সার আক্রান্ত বয়ফ্রেন্ডের পাশে থাকতে অবসর নিলেন মহিলা ফুটবলার

ফুটবল থেকে অবসর নেওয়ার জন্য ২৮ বছর বয়স বড়ই কম। এই বয়সে অনেকেই ফর্মের তুঙ্গে থাকেন। অস্ট্রেলিয়ার মহিলা ফুটবলার রালি ডবসনও ফর্মেই ছিলেন। কিন্তু বয়ফ্রেন্ডের দুঃসময়ে পাশে থাকতে খেলা ছেড়ে দিলেন রালি। তামাম ফুটবল বিশ্ব তার আত্মত্যাগের নজিরে বিস্মিত। 

রালি ডবসনের বয়ফ্রেন্ডের মস্তিষ্কে ক্যানসার ধরা পড়েছে। খুব শিগগিরই শুরু হয়ে যাবে তার রেডিও থেরাপি। কেমোথেরাপির মতোই যন্ত্রণাদায়ক এই প্রক্রিয়ায় বয়ফ্রেন্ডের পাশে থাকতে চান রালি। তাই বিসর্জন দিলেন সাধের খেলা তথা পেশাকে।

অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগে তার শেষ ম্যাচের শেষে দেখা গেল অভূতপূর্ব দৃশ্য। গোটা স্টেডিয়ামের অভিবাদন গ্রহণ করে রালি যখন মাঠ ছাড়ছেন, আংটির বাক্স হাতে এক হাঁটু গেঁড়ে প্রপোজ করলেন সেই বয়ফ্রেন্ড। রাজি হলেন রালি। আর হ্যাঁ, জীবনের শেষ ম্যাচেও গোল করেছেন তিনি। 

সূত্র: আজকাল/ হিন্দুস্তানটাইমস

আমারসংবাদ/এমএস