Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪,

আইপিএলে সর্বোচ্চ রান করলেন যারা 

স্পোর্টস ডেস্ক

এপ্রিল ৭, ২০২১, ০৯:৫০ এএম


আইপিএলে সর্বোচ্চ রান করলেন যারা 

আগামী ৯ এপ্রিল মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্দশ আসর। জমজমাট এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মানেই রানের ছড়াছড়ি। একনজরে দেখে নেয়া যাক প্রতিযোগিতাটির সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় রয়েছেন যারা।  

বিরাট কোহলি
সময়ের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। দলকে একবারও ট্রফি এনে দিতে না পারলেও আইপিএলে প্রতিবারই কথা বলে তার ব্যাট। আইপিএল ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনিই। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে এখন পর্যন্ত ১৯২টি ম্যাচ খেলেছেন কোহলি। তার মোট রান ৫৮৭৮, গড় ৩৮.১৬ ও স্ট্রাইক রেট ১৩০.৭৩। 

সুরেশ রায়না
আইপিএলের সেরা ব্যাটসম্যানদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন সুরেশ রায়না। মাঝে গুজরাট লায়ন্সের হয়ে খেললেও আইপিএল ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন তিনি। এখন পর্যন্ত আইপিএলে রায়নার সংগ্রহ ১৯৩ ম্যাচে ৫৩৬৮ রান। ৩৩.৩৪ গড় ও ১৩৭.১৪ স্ট্রাইক রেটে এই রান করেছেন এই পার্ট টাইম বোলার। 

ডেভিড ওয়ার্নার
আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় বর্তমানে তৃতীয় স্থানে রয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। এর আগে দলকে চ্যাম্পিয়ন করেছেন ওয়ার্নার, ব্যাট হাতেও দেখিয়েছেন তার কারিশমা। ১৪২ ম্যাচে এই ওপেনারের সংগ্রহ ৫২৫৪ রান। তার গড় ৪২.৭১ ও স্ট্রাইক রেট ১৪১.৫৪।

রোহিত শর্মা
আইপিএল ইতিহাসের সেরা অধিনায়ক রোহিত শর্মা। তিনি দলকে এনে দিয়েছেন ৫টি ট্রফি। ব্যাট হাতেও আইপিএলে নিজেকে বেশ এগিয়ে রেখেছেন দ্য হিটম্যান। ২০০ ম্যাচ খেলে রোহিতের সংগ্রহ ৫২৩০ রান। তার গড় ৩১.৩১, স্ট্রাইক রেট ১৩০.৬১। 

শিখর ধাওয়ান
গত কয়েকটা আসরে আশানুরূপ খেলতে না পারলেও আইপিএলে রান সংগ্রাহকদের তালিকায় উপরের দিকেই আছেন শিখর ধাওয়ান। শীর্ষ পাঁচে থাকা এই ওপেনার ১৭৬ ম্যাচ খেলে ৫১৯৭ রান সংগ্রহ করেছেন। ৩৪.৪১ গড় ও ১২৬.৮৭ স্ট্রাইক রেটে এই রান করেছেন তিনি। 

আমারসংবাদ/এমএস