Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪,

করোনা আক্রান্ত বিসিবির প্রধান কিউরেটর

স্পোর্টস ডেস্ক

এপ্রিল ৮, ২০২১, ০৯:৫৫ এএম


করোনা আক্রান্ত বিসিবির প্রধান কিউরেটর

প্রাণঘাতী করোনার দ্বিতীয় ঢেউ ভয়াবহ রূপ নিয়েছে বাংলাদেশে। প্রতিদিন বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। এবার এই মহামারী রোগে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবির) প্রধান কিউরেটর গামিনি ডি সিলভা।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

তিনি বলেন, ‘প্রধান কিউরেটর ছুটি নিয়ে শ্রীলঙ্কায় যাওয়ার কথা ছিল। সে কারণেই তার কোভিড পরীক্ষা করা হয়। আর সেই পরীক্ষায় তিনি কোভিড পজিটিভ হন। ১৫ দিন বিশ্রামে থেকে চিকিৎসা নিতে হবে বলে আপাতত তার শ্রীলঙ্কায় নিজ দেশে যাওয়া হচ্ছে না। এরপর দ্বিতীয় পরীক্ষায় নেগেটিভ হলেই দেশে ফিরতে পারবেন।’

আমারসংবাদ/এমএস