Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

আড়াইশ কোটি টাকা খরচ করে কোচ আনল বায়ার্ন

স্পোর্টস ডেস্ক

এপ্রিল ২৭, ২০২১, ১১:২৫ এএম


আড়াইশ কোটি টাকা খরচ করে কোচ আনল বায়ার্ন

আরবি লাইপজিগকে ২৫০ কোটি ইউরো ক্ষতিপূরণ দিয়ে আগামী পাঁচ বছরের জন্য নাগেলসম্যানকে নিয়োগ দিচ্ছে বায়ার্ন। এর ফলে ইতিহাসের সবচেয়ে দামী কোচ হলেন ৩৩ বছর বয়সী এই জার্মান। আগামী ১ জুলাই থেকে বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের সঙ্গে কাজ করবেন তিনি।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে মাত্র ২৮ বছর বয়সে হফেনহেইমের দায়িত্ব নিয়ে বুন্দেসলিগার ইতিহাসে সর্বকনিষ্ঠ কোচ হন নাগেলসম্যান। এরপর ২০১৯ সালে যান আরেক ক্লাব লাইপজিগে। তার অধীনে ক্লাবটি বুন্দেসলিগায় তৃতীয় স্থানে থেকে মৌসুম শেষ করে এবং চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনাল খেলে।

বায়ার্নের বোর্ড সদস্য ও কিংবদন্তি গোলকিপার অলিভার কান বলেছেন, ‘নাগেলসম্যানের সঙ্গে পাঁচ বছরের চুক্তি প্রমাণ করে বায়ার্ন মিউনিখের সঙ্গে তার সম্পর্ক কতটা দৃঢ়। আমি আশা করি আমরা একসঙ্গে বায়ার্নের সাফল্যমণ্ডিত ভবিষ্যৎ গড়ে তুলতে পারবো।’

আমারসংবাদ/এমএস