Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

কলকাতা-বেঙ্গালুরু ম্যাচ স্থগিত

স্পোর্টস ডেস্ক

মে ৩, ২০২১, ১০:১৫ এএম


কলকাতা-বেঙ্গালুরু ম্যাচ স্থগিত

প্রাণঘাতী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের তাণ্ডবে যখন লণ্ডভণ্ড ভারত, তখন মৃত্যুপুরীতে দাঁড়িয়েই চলছে জমজমাট আইপিএল।

সোমবার (৩ মে) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হওয়ার কথা ছিল। তবে কলকাতার দুই খেলোয়াড় করোনা পজিটিভ হওয়ায় ম্যাচটি স্থগিত করা হয়েছে। আজ এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে আইপিএল কর্তৃপক্ষ।

জানা গেছে, কলকাতা শিবিরে বেশ কয়েকজনের করোনা ধরা পড়েছে। তবে দেশী-বিদেশী বিভিন্ন সংবাদমাধ্যম দু’জনের নামই উঠে আসছে। এরা হলেন স্পিনার বরুণ চক্রবর্তী এবং পেসার সন্দীপ ওয়ারিয়র। দু’জনেই আছেন কোয়ারেন্টিনে।

আইপিএল বা কেকেআর, কেউ এই খবর স্বীকার করা হয়নি। তবে একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, সোমবারের ম্যাচ বাতিল। তবে সত্যিই যদি একাধিক ক্রিকেটারের করোনা ধরা পড়ে, তাহলে আদৌ কবে কলকাতা মাঠে নামতে পারবে তা নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে। এক ক্রিকেট ওয়েবসাইট ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে, কেকেআর বনাম আরসিবি ম্যাচ পরে কোনো এক দিন খেলা হবে।

উল্লেখ্য, করোনা পরিস্থিতি দেখে ইতোমধ্যেই দেশে ফিরে গিয়েছেন চার অস্ট্রেলীয় ক্রিকেটার। সোমবার অস্ট্রেলিয়ার একটি রেডিও চ্যানেলে ওই দেশের বোর্ড কর্তা নিক হকলি জানিয়েছে, ক্রিকেটারদের চার্টার্ড বিমানে দেশে ফেরানোর কোনো পরিকল্পনা আপাতত তাদের নেই।

৭ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে আছে বিরাট কোহলির বেঙ্গালুরু। তবে ভালো সময় যাচ্ছে না কলকাতা নাইট রাইডার্সের। তালিকার ৭ নম্বরে আছে কলকাতা। ৭ ম্যাচে মাত্র দুটি জিতেছে সাকিব আল হাসানদের দল।

আমারসংবাদ/এমএস