Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫,

টি-২০ র‌্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি

স্পোর্টস ডেস্ক

মে ৪, ২০২১, ০৫:৩০ এএম


টি-২০ র‌্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি

নিউজিল্যান্ডের বিপক্ষে সম্প্রতি টি-টোয়েন্টি ফরম্যাটে সেভাবে পারর্ফম করতে না পারলেও র‌্যাংকিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশ দলের। 

২২৫ রেটিং পয়েন্ট নিয়ে তালিকায় নবম পজিশনে আছে বাংলাদেশ দল। ২৭৭ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ইংল্যান্ড, ২৭২ পয়েন্ট নিয়ে দুইয়ে ভারত, ২৬৩ পয়েন্ট নিয়ে তিনে নিউজিল্যান্ড আর ২৬১ পয়েন্ট নিয়ে চারে পাকিস্তান। 

২৫৮, ২৪৮, ২৩৬ ও ২২৭ পয়েন্ট নিয়ে যথাক্রমে পাঁচ, ছয়, সাত ও আট নম্বরে আছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও শ্রীলংকা। ২২২ পয়েন্ট নিয়ে দশ নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দর‌্য। 

আমারসংবাদ/এমএস