Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামছে রিয়াল ও চেলসি

স্পোর্টস ডেস্ক

মে ৫, ২০২১, ১০:৫৫ এএম


বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামছে রিয়াল ও চেলসি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের দ্বিতীয় লেগে বাঁচা-মরার লড়াই নিয়ে মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ ও চেলসি। দু’দলের সামনে উঁকি দিচ্ছে ফাইনালের হাতছানি। স্টামফোর্ড ব্রিজে বাংলাদেশ সময় আজ রাত ১টায় শুরু হবে ম্যাচটি।  

চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে চেলসির সঙ্গে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করে স্বাগতিক রিয়াল মাদ্রিদ। পুলিসিচের গোলে চেলসি এগিয়ে যাওয়ার পর করিম বেনজেমা দুর্দান্ত ফিনিশিংয়ে ম্যাচে সমতা ফিরিয়েছিলেন। 

চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সর্বোচ্চ ১৩ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ জেতার পর রিয়াল শেষ দুইবার বিদায় নিয়েছে শেষ ষোলো থেকেই। এবার সেই বাধা পেরিয়ে জিদানের দল ফাইনালের খুব কাছে, শিরোপারও। 

ফাইনালে ওঠার লড়াইয়ের ম্যাচে রিয়াল মাদ্রিদ দলে ফিরছেন দলীয় অধিনায়ক সার্জিও রামোস। দলে ইনজুরি সমস্যা থাকায় সাম্প্রতিক সময় বেশ ভুগতে হয়েছে রিয়ালকে। তবে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে রামোস ফেরায় দলটির আত্মবিশ্বাস নিশ্চিতভাবেই বাড়বে। সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ ম্যাচ পর ম্যাচ খেলতে যাচ্ছেন রামোস।

রামাসোর সঙ্গে এ ম্যাচে ফিরছেন লেফটব্যাক ফারমল্যান্ড মেন্ডি, মার্সেলো ও টনি ক্রুস। চেলসি শিবিরে অবশ্য মাতেও কোভাসিচ ছাড়া তেমন বড় কোনো ইনজুরি সমস্যা নেই। ডিফেন্সের মূল ভরসা অ্যান্টিনিও রুডিগার প্রথম লেগে পাওয়া চোট কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে গেছেন। 

চেলসির নিজেদের মাঠে কাজটা সহজ। প্রথম লেগের অ্যাওয়ে গোলের গোলশূন্য আটকে দিতে পারলে তারা উঠে যাবে ফাইনালে। গতকাল পিএসজিকে হারিয়ে ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। আজ রিয়ালকে রুখে দিতে পারলেই ২০১৯ সালের পর আবার অলইংল্যান্ড চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। 

আমারসংবাদ/এমএস