Amar Sangbad
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪,

ডমিঙ্গোর পাশে দাঁড়ালেন সুজন 

স্পোর্টস ডেস্ক

মে ৬, ২০২১, ০৭:০০ এএম


ডমিঙ্গোর পাশে দাঁড়ালেন সুজন 

টানা হারে দলের টালমাটাল পারফরমেন্সের প্রশ্নের সম্মুখীন প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর দায়িত্ব। এরই মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে, ‘ব্যর্থ কোচ ডোমিঙ্গোকে বরখাস্ত করা হতে পারে। তাকে নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ব্যাপারে ডমিঙ্গোর পাশে দাঁড়ালেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। 

বুধবার (৫ মে) জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাতকারে সুজন বলেন, ‘রাসেল ডমিঙ্গোকে বলির পাঠা বানানো ঠিক হবে না। সব দায় কোচকে দেওয়া ঠিক নয়। সে একটা বড় দলেরও কোচ ছিল। তার চেষ্টায় কোনো কমতি নেই। মূলত সে দুর্ভাগা। আমি তার সঙ্গে মাত্র একটি সিরিজে কাজ করেছি। এত তাড়াতাড়ি তার সম্পর্কে কোনো কিছু বলা যাবে না। যেটুকু বলতে পারি তা হলো, সে চেষ্টা করছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের এটা বুঝতে হবে যে, ব্যর্থতার জন্য শুধু কোচ দায়ী থাকেন না। মূলত ক্রিকেটারদের পারফর্ম করতে হবে। খেলাটাকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের আরো পরিকল্পনা করতে হবে এবং সেগুলোর বাস্তবায়ন ঘটাতে হবে।’

আমারসংবাদ/এমএস