Amar Sangbad
ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫,

‘সব স্পিনারেরই বিয়ে করা উচিত’ 

স্পোর্টস ডেস্ক

জুন ৮, ২০২১, ০৯:৩৫ এএম


 ‘সব স্পিনারেরই বিয়ে করা উচিত’ 

ভারতীয় ক্রিকেট দলের অন্যতম খেলোয়াড় ইউজভেন্দ্র চাহাল। তার কোরিওগ্রাফার-ইউটিউবার এবং ডেন্টিস্ট স্ত্রী ধনুশ্রী বর্মা সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় সরব থাকেন। গত বছর ২২ ডিসেম্বর চাহাল-ধনুশ্রী বিয়ে করেন।

এরপর থেকে তাদের ভিডিও বিভিন্ন সময় আলোচনার সৃষ্টি করে। ধনশ্রীকে নিয়ে নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন চাহাল। তিনি বলেন, ‘আমার মনে হয়, সব স্পিনারেরই বিয়ে করা উচিত।’ 

চাহালের এই পরামর্শ শুনে ধনশ্রী তাকে থামিয়ে বলেন, ‘বিয়ে তো বুঝলাম, কিন্ত সব স্পিনারই কেন?’ এরপর চাহাল উত্তর দেন, ‘কারণ আমি আমার স্ত্রীর থেকেই গুগলি শিখেছি।’

চাহালের এই পোস্ট দেখে আফগানিস্তানের তারকা স্পিনার রশিধ খান চাহালকে লিখেছেন, ‘ভাই আমি তো বিয়ে না করেও গুগলি ভুলিনি।’ 

আমারসংবাদ/এমএস