Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪,

শেখ জামালের কাছে পাত্তাই পেল না পারটেক্স

স্পোর্টস ডেস্ক

জুন ১০, ২০২১, ০৭:১০ এএম


শেখ জামালের কাছে পাত্তাই পেল না পারটেক্স

চলতি ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে ষষ্ঠ রাউন্ডের ম্যাচে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে কোনাে পাত্তাই দিল না শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তাদেরকে ৬ উইকেটে হারিয়ে নিজেদের তৃতীয় জয় তুলে নিয়েছে সালাউদ্দিন শাকিলরা। 

ধানমন্ডির ক্লাবটির সহজ জয়ের মূল নায়ক বাঁহাতি পেসার সালাউদ্দিন শাকিল। যিনি চলতি আসরে এখনও পর্যন্ত ব্যক্তিগত সেরা বোলিং করে মাত্র ১০৪ রানেই গুটিয়ে দেন পারটেক্সকে। যা তাড়া করতে কোনো সমস্যাই হয়নি নুরুল হাসান সোহান, ইলিয়াস সানিদের। ১৬ বল হাতে রেখেই ম্যাচ জিতেছে তারা।

এ জয়ের পর ছয় রাউন্ড শেষে শেখ জামালের জয়-পরাজয় সংখ্যা হলো সমান তিন, ৬ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান এখন টেবিলের পাঁচ নম্বরে।

বল হাতে সালাউদ্দিন শাকিলের শিকার ৩.৩ ওভারে ১৬ রান খরচায় ৫টি উইকেট। গত ৫ জুন মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ২২ রানে ৫ উইকেট নিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। তাকে টপকে এখন চলতি আসরে সেরা বোলিংয়ের তকমাটা নিজের করে নিয়েছেন মুন্সীগঞ্জের এ বাঁহাতি পেসার।

বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন শেখ জামাল অধিনায়ক সোহান। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পারটেক্স। পুরো ২০ ওভারও খেলতে পারেনি তারা। ইনিংসের তিন বল আগেই অলআউট হয়ে গেছে ১০৪ রানে।

দলের পক্ষে সর্বোচ্চ ২০ রান করেন ওপেনার আব্বাস মুসা। এছাড়া সমান ১৯ রান করে আসে ইশারুল ইসলাম ও ধীমান ঘোষের ব্যাট থেকে। পাঁচ নম্বর বোলার হিসেবে আক্রমণে এসে আব্বাস, তাসামুল, ধীমান, জুবায়ের লিখন ও শাহাদাত হোসেন রাজিবের উইকেট নেন শাকিল।

পরে রান তাড়া করতে নেমে শেখ জামালের শুরুটা অবশ্য আশা জাগানিয়া ছিল না। প্রথম ওভারেই সাজঘরে ফেরেন ওপেনার সৈকত আলি (৬ বলে ৪)। বেশিদূর যেতে পারেননি আরেক ওপেনার মোহাম্মদ আশরাফুলও। ষষ্ঠ ওভারে আউট হওয়ার আগে ১৮ বলে ১৭ রান করেন তিনি।

হতাশ করেন তিন নম্বরে নামা নাসির হোসেনও। তিনি আউট হন ২৩ বলে ২২ রান করে। ইনিংসের নবম ওভারে মাত্র ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে খানিক চাপে পড়ে শেখ জামাল। তাদের সেখান থেকে উদ্ধার করেন নুরুল সোহান ও ইলিয়াস সানি। এ দুজনের ৫৯ রানের জুটিতে সহজ জয়ই পায় শেখ জামাল।

দুই দলের স্কোর সমান হলে শেখ জামাল অধিনায়ক সোহান ৩২ বলে ৩০ রান করে আউট হন। তবে ২৪ বলে ২৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন ইলিয়াস সানি। অবধারিতভাবেই ম্যাচসেরার পুরস্কার জিতেছেন বাঁহাতি পেসার সালাউদ্দিন শাকিল।

আমারসংবাদ/এমএস