Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪,

বেতনের আওতায় আসছেন ফুটবলাররা

স্পোর্টস ডেস্ক

জুন ১০, ২০২১, ০১:১৫ পিএম


বেতনের আওতায় আসছেন ফুটবলাররা

জাতীয় দলের ফুটবলারদের মাসিক বেতনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (সভাপতি) সভাপতি কাজী সালাউদ্দিন।

বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে বাফুফে ভবনে কাতার যেতে না পারা পাঁচ ফুটবলারের সঙ্গে আলোচনায় নতুন এই পরিকল্পনার কথা জানান বাফুফে সভাপতি।

গত ১২ বছর কাজী সালাউদ্দিন বাফুফে সভাপতি। জাতীয় দল নিয়ে অনেক পরীক্ষার নিরীক্ষার পর তার এই বোধদয়। ফুটবল বিশ্লেষক ও বিশেষজ্ঞদের দৃষ্টিতে, বর্তমান জাতীয় দলের সামর্থ্য খুবই সীমিত। এদের বিদ্যমান মান দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সফল হওয়া সম্ভব নয়। এদের পেছনে আবার কাড়ি কাড়ি অর্থ ঢালার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

সভাপতির সঙ্গে সভা শেষে সিনিয়র ফুটবলার আশরাফুল ইসলাম রানা বলেন, ‘আমাদের বেতন কাঠামোর আওতায় আনার পরিকল্পনাটা খুবই ভালো। এতে আমরা আরও উৎসাহিত হবো।’ 

৩০ জন ফুটবলার নিয়ে পুল করে তার মধ্যে তিনটি গ্রেড করে বেতন দেয়া হবে বলে সভা শেষ জানিয়েছেন বাফুফে সভাপতি।

এ আলোচনায় ছিলেন গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা, ডিফেন্ডার সাদউদ্দিন, টুটুল হোসেন বাদশা, বিশ্বনাথ ঘোষ ও ফরোয়ার্ড মাহবুবুর রহমাস সুফিল।

আমারসংবাদ/এমএস