Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

মিলখা সিংয়ের মৃত্যুতে শোক জানালেন যারা

স্পোর্টস ডেস্ক

জুন ১৯, ২০২১, ০৮:১০ এএম


মিলখা সিংয়ের মৃত্যুতে শোক জানালেন যারা

শেষ পর্যন্ত করোনা যুদ্ধে হেরেই গেলেন ভারতের কিংবদন্তি অ্যাথলিট মিলখা সিং। শুক্রবার (১৮ জুন) রাত ১১টা ৩০ মিনিটে না ফেরার দেশে পাড়ি জমান এই কিংবদন্তি। তার বয়স হয়েছিল ৯১ বছর। তার মৃত্যুতে শোক জানিয়েছেন ক্রীড়াঙ্গন থেকে বলিউডের অনেকেই। 

১৯৫৮ সালের কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন হয়েছিলেন ‘উড়ন্ত শিখ’ নামে পরিচিত মিলখা। ১৯৬০ সালে রোম অলিম্পিকে ভারতের হয়ে লড়েন তিনি। সেখানে চতুর্থ হয়ে অল্পের জন্য পদক পাননি মিলখা। এশিয়ান গেমসেও ৪টি সোনা আছে মিলখার। ১৯৫৯ সালে পদ্মশ্রী সম্মান দেওয়া হয়। ভারতীয় ক্রীড়া ইতিহাসে মিলখা এক অনুপ্রেরণার নাম।

৯১ বছর বয়সে তার প্রয়াণে শোকাহত গোটা ভারত। মিলখার জন্য শোকস্তব্ধ ক্রীড়াঙ্গন থেকে বলিউড। টুইটারে ভারতের সাবেক অধিনায়ক, বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলি লিখেছেন, ‘খবরটা পেয়ে অত্যন্ত মর্মাহত আমি। তার আত্মার শান্তি কামনা করি। ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রীড়াবিদ। আপনি ভারতের তরুণদের খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখিয়েছেন। আপনাকে খুব কাছ থেকে জানার সৌভাগ্য হয়েছে আমার।’

খবরটা শুনে শচীন টেন্ডুলকার টুইট শোকস্তব্ধ। তিনি টুইটারে লিখলেন, ‘শান্তিতে থাকুন উড়ন্ত শিখ মিলখা সিংহ। আপনার মৃত্যু প্রতিটি ভারতবাসীর মনে ছাপ রেখে গেল। আগামী অনেকগুলো প্রজন্মকে উদ্বুদ্ধ করবেন আপনি।’

ভারতের আরেক তারকা ক্রিকেটার হরভজন সিংহের টুইট। ‘উড়ন্ত শিখ, সর্দার মিলখা সিংহর প্রয়াণে আমি শোকস্তব্ধ। ঈশ্বর উনার আত্মাকে শান্তি দিন।’

কিংবদন্তি অ্যাথলেট মিলখা সিংহর প্রয়াণে শোকাহত ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জাও। টুইটারে এই গ্ল্যামার গার্ল লিখলেন, ‘আমার সুযোগ হয়েছিল আপনার সঙ্গে দেখা করার। আমাকে অনেক বার আশীর্বাদ করছেন আপনি। শান্তিতে থাকুন মিলখা সিং। আপনার মতো একজন কিংবদন্তির অভাব বোধ করবে বিশ্ব।’

এই কিংবদন্তির জন্যে শোকের মিছিলে আছে বলিউডও। শাহরুখ খান টুইটারে লিখলেন, ‘উড়ন্ত শিখ আর আমাদের মধ্যে নেই। তবুও তার অস্তিত্ব অস্বীকার করা যাবে না। আমার অনুপ্রেরণা, লক্ষ মানুষের অনুপ্রেরণা। ভাল থাকবেন মিলখা স্যার।’

শোক জানালেন জীবন্ত কিংবদন্তি অমিতাভ বচ্চনও। এই মেগাস্টার টুইটারে লিখলেন, ‘গভীর ভাবে শোকাহত। ভারতের গর্ব, দারুণ দৌড়বিদ, আরও ভাল মানুষ, মিলখা সিংহ চলে গেলেন।’

আমারসংবাদ/এমএস